ওয়াকফ নিয়ে বিভেদের বিষ ছড়াচ্ছে বিজেপি

এটা ঘটনা, প্রথম থেকেই রাজনৈতিক ফায়দা লোটার লক্ষ্যে ওয়াকফ বিল নিয়ে অতি তৎপরতা দেখাচ্ছে বিজেপি। বিভ্রান্ত করছে আমজনতাকে।

Must read

প্রতিবেদন: ওয়াকফ বিলকে হাতিয়ার করে আসলে বিভেদের সলতে পাকাচ্ছে বিজেপি। উস্কে দিচ্ছে সাম্প্রদায়িকতাকে। শনিবার ফের একবার এই চক্রান্তকে বেআব্রু করে দিল তৃণমূল। চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল গেরুয়া শিবিরের বিষাক্ত রাজনীতি। তৃণমূলের রাজ্যসভার দলনেতা ডেরেক ও’ব্রায়েন বিজেপিকে তীব্র ভাষায় আক্রমণ করে মন্তব্য করেছেন, নিঃশব্দ গভীর রাতে সংসদে ওয়াকফ বিল পাশ করিয়ে নিয়েছে বিজেপি। এখানেই শেষ নয়, বিভিন্ন রাজ্যে সাম্প্রদায়িকতার আগুন লাগানোর চক্রান্ত করছে তারা। এটাই হল বিজেপি-আরএসএসের ক্লাসিক প্লেবুক। গেরুয়া শিবিরকে এক্স হ্যান্ডেলে তীব্র কটাক্ষ করেছেন ডেরেক। তাঁর কথায়, রাজ্য সরকারগুলোকে ভিলেন সাজাতে বিজেপি তাদের ল্যাপডগ মিডিয়াকে কাজে লাগাচ্ছে।

আরও পড়ুন-ঝিরঝিরে বৃষ্টির দোসর ধুলোঝড়, বিপর্যস্ত বিমান পরিষেবা

এটা ঘটনা, প্রথম থেকেই রাজনৈতিক ফায়দা লোটার লক্ষ্যে ওয়াকফ বিল নিয়ে অতি তৎপরতা দেখাচ্ছে বিজেপি। বিভ্রান্ত করছে আমজনতাকে। কিন্তু জেপিসি থেকে শুরু করে সংসদের দুই কক্ষেই বিরোধীদের যুক্তিতে হার মেনেছে গেরুয়া শিবির।

Latest article