বঙ্গ

বিজেপি দেশের লজ্জা! বিধানসভায় গেরুয়া বিধায়কদের বিশৃঙ্খলায় ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী

বৃহস্পতিবার বিধানসভায় বাংলা ভাষা এবং বাংলাভাষীদের উপর আক্রমণ নিয়ে আলোচনা শুরু হয়। এরপরেই দফায় দফায় উত্তাল হল বিধানসভা (Bidhansabha)। ধুন্ধুমার পরিস্থিতিতে ওয়েলে নেমে শৃঙ্খলা বজায় রাখার বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। দিলেন নৈতিকতার পাঠ। তীব্র কটাক্ষ করলেন রাজ্যের বিরোধী রাজনৈতিক দল, বিজেপিকে। বিজেপিকে ‘চোর’ কটাক্ষ করে, বাংলা বিরোধী বিজেপি হঠানোর ডাক দিলেন তিনি।

আরও পড়ুন-”আমরা মানুষের কথা ভেবে কাজ করি”, চাকরিহারাদের জন্য বিকল্প ব্যবস্থায় মানবিক মুখ্যমন্ত্রী

কেন্দ্রকে তোপ দেগে তিনি বলেন, “বিজেপি দেশের লজ্জা। ওঁরা আলোচনা চায় না। এরা বাংলা ভাষার উপর অত্যাচার করে, অ্যান্টি বেঙ্গলি। যাতে মানুষ আমাদের কথা শুনতে না পায় সেজন্য। আমি অনেকক্ষণ ধরে শাসক দলের সদস্যদের শান্ত থাকতে বলেছি, কিন্তু মনে রাখবেন শান্তি রক্ষা দু’ পক্ষের কাজ। আপনারা মাননীয় অধ্যক্ষ্যের কথা শুনুন। আমি আমাদের বিধায়কদের শান্ত থাকতে বলেছি। শান্তি রাখা দু’পক্ষের দায়িত্ব। এরা গদি চোর। ভোট চোর। বাংলা বিরোধী দল। অত্যাাচারী দল। বিজেপি দেশের লজ্জা। বাংলার মানুষ এঁদের কাউকে বিধানসভায় দেখতে চাইবে না। ভারতের সবচেয়ে বড় বাংলা, হিন্দু, এসসি, এসটি ওবিসি বিরোধী (বিজেপি)। যিনি বড় বড় কথা বলছেন তিনি চারবার দল বদল করেছেন। আমার গলা টিপে দিলেও বাংলায় বলব। বাংলাকে অসম্মান করছেন কেন? চোরদের সম্রাট, লুটেরাদের দল। বাংলা ভাষাকে অপমান করার দল। মানুষ ক্ষমা করবে না। এরা বাংলা জানে না। বাংলার আন্দোলন জানে না। বাংলা জাতীয় সঙ্গীত তৈরি করেছে। স্বাধীনতা আন্দোলনের সময় এদের জন্ম হয়নি। এরা ইংরেজদের দালালি করেছিল। এরা বাংলার কিছু জানে না। আমাকে চুপ করিয়ে রাখা যাবে না। আমি বলবই। রবি ঠাকুরের ভাষায় বলি বাংলার মাটি বাংলার জল। এরা হচ্ছে এমন একটা পার্টি দেশের সবচেয়ে বড় ব্রোকার। দেশ বিক্রি করে দিচ্ছে। সাম্প্রদায়িকতা ছড়ানো হচ্ছে। মানুষে মানুষে ভেদাভেদ হচ্ছে। ইংরেজদের কাছে মুচলেকা দিয়ে ছিল। এরা স্বাধীনতা আন্দোলনের সঙ্গেও বিশ্বাসঘাতকতা করছেন।”

আরও পড়ুন-জিএসটি সিদ্ধান্তের পর হু হু করে বাড়ছে সেনসেক্স-নিফটি!

ক্ষুব্ধ হয়ে মুখ্যমন্ত্রী বলেন, ”এই যে কাগজ ছুড়ছেন বিধানসভায়, এটা অনৈতিক, আনপার্লামেন্টারি, আনডেমোক্র্যাটিক এবং অবৈধ। আমি বাংলা ভাষায় কথা বলি, মানুষ তা জানতে পারলে এদের মুখোশ খুলে যাবে। এরা দুর্নীতিবাজ, এরা গোদি চোর, ভোট চোর এবং সবচেয়ে বড় ডাকাতের দল, দুর্নীতিবাজের দল। বাঙালির উপর অত্যাচার করার দল। বিজেপি আজকে দেশের লজ্জা। আমি তীব্র ধীক্কার জানাই বাংলা ভাষার উপর অত্যাচার করার জন্য। এমন একদিন আসবে বাংলার মানুষ একজন বিজেপিকেও এখানে দেখতে চাইবেন না। বাংলার উপর অত্যাচার করে, সবাই হারবে। বাংলার মানুষ ইঞ্চিতে ইঞ্চিতে জবাব দেবে।”

এরপরেই মুখ্যমন্ত্রীর স্লোগানে গলা মেলালেন তৃণমূল বিধায়কেরা। মুখ্যমন্ত্রী বলেন, ‘‘আপনারা এক তরফা স্লোগান দিতে পারেন না। বিজেপিকে জিরো করে দেব। জনতার ধাক্কা দিয়ে শূন্য করে দেব। ভোট আসলেই ক‍্যা ক‍্যা। এনআরসি। টাকা অস্ত্র নির্বাচন কমিশনকে দিয়ে ভোটে জেতে বিজেপি। চোরের মায়ের বড় গলা। ভয় পেয়েছে। তাই বাংলা ভাষার ওপর অত্যাচার করছে। মোদী চোর। বিজেপি চোর। অমিত শাহ চোর।বিজেপি হঠাও দেশ বাঁচাও, বিজেপি চোর’’

আরও পড়ুন-”বাঙালি অস্মিতা ভুলে যাবেন না”, শিক্ষক দিবসে বাংলা ভাষার গুরুত্ব বোঝালেন মুখ্যমন্ত্রী

পরিস্থিতি সামলাতে এরপর তৃণমূল বিধায়কদের শান্ত রাখতে নিজে ওয়েলে নেমে আসেন মুখ্যমন্ত্রী এবং সবাইকে শান্ত থাকতে বলেন।

Jago Bangla

Recent Posts

নিজের কেবিনে একাধিক মহিলার সঙ্গে অশ্লীল আচরণ, সাসপেন্ড পুলিশকর্তা

এক নয়, একাধিক! নিজের দফতরে মহিলাদের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ানোর শাস্তি পেলেন সেই পুলিশ আধিকারিক। কর্নাটক…

23 minutes ago

রাজ্যে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা

প্রতিদিন ১ ডিগ্রি করে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা। কলকাতা (Kolkata) থেকে আগামী কয়েকদিনে প্রবল শীতের কনকনানি…

47 minutes ago

সর্বকনিষ্ঠ সভাপতি, নেপথ্যে কোন অঙ্ক?

নয়াদিল্লি : অভূতপূর্ব ঘটনা বিজেপিতে (BJP)। মাত্র ৪৫ বছর বয়সেই বিজেপি সভাপতি পদে বসলেন নীতিন…

51 minutes ago

সিআরপিএফ ক্যাম্পে অমানুষিক নির্যাতনের শিকার নাবালিকা, স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করল ক্ষুব্ধ তৃণমূল

নয়ডা : ডাবল ইঞ্জিন সরকারের রাজ্যে এখন নারী-নিরাপত্তার নামে যে কতবড় প্রহসন চলছে তা আরও…

60 minutes ago

‘তোমার ভয় নেই মা আমরা প্রতিবাদ করতে জানি’

দেশের সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতেই হত। এত সাধারণ মানুষের ভোগান্তি যেন সহ্যের সব…

1 hour ago

হাড় নিরাময়কারী আঠা

অর্থোপেডিক সার্জারির এক নতুন দিগন্ত। হাড় বা অস্থি, দেহের অন্যতম শক্ত অংশ যা আমাদের শরীরের…

1 hour ago