নির্বাচনে হেরে কাউন্সিলর কেনার চেষ্টা করছে বিজেপি, তোপ আপের

Must read

প্রতিবেদন : ১৫ বছর পর দিল্লি পুরসভা হাতছাড়া হয়েছে বিজেপির (BJP- AAP)। এই পরাজয় মেনে নিতে না পেরে ফের কাউন্সিলর কেনাবেচার চক্রান্ত শুরু করেছে বিজেপি। দিল্লি মিউনিসিপ্যাল কর্পোরেশনে জয়ী আম আদমি পার্টির পক্ষ থেকে এই বিস্ফোরক অভিযোগ তোলা হল। আপ নেতা ও রাজ্যসভার নেতা সঞ্জয় সিং-সহ তিন কাউন্সিলর রোনাক্ষী শর্মা, অরুণ নাভারিয়া ও জ্যোতিরানি সাংবাদিক সম্মেলন করে বিজেপির চক্রান্তের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন। তাঁদের অভিযোগ, বিজেপি নোংরা খেলায় নেমেছে। আগের নির্বাচনের চেয়ে ৮০টি আসন হারিয়েও মহারাষ্ট্র, অরুণাচলপ্রদেশ, উত্তরাখণ্ড, মধ্যপ্রদেশ, কর্নাটক, গোয়া এবং গুজরাতের মতো ঘোড়া কেনাবেচার রাজনীতি শুরু করেছে ভারতীয় জনতা পার্টি। নির্বাচিত প্রতিনিধি কেনার একই সূত্র প্রয়োগ করছে রাজধানীর রাজনীতিতেও। আপ (BJP- AAP) সাংসদ সঞ্জয় সিং বলেন, যারা গণতন্ত্রকে হত্যা করে হুমকি আর অর্থের মাধ্যমে জনরায়কে অপমান করছে তাদের গ্রেফতার করে জেলে পাঠান দিল্লির পুলিশ কমিশনার। বিজেপি এতই নির্লজ্জ দল যে আমাদের চেয়ে ৩০টি আসন কম পাওয়ার পরেও দাবি করে মেয়র হবে তাদের দল থেকেই! আপের অভিযোগ, আদেশ গুপ্তা এবং বিজেপির অন্যান্য নেতা এমসিডি কাউন্সিলদের কেনার জন্য ১০০ কোটি টাকার বাজেট উল্লেখ করেছে। কাউন্সিলর পিছু ১০ কোটি টাকার বাজেট ধার্য করেছে নরেন্দ্র মোদির দল। আপের জয়ী কাউন্সিলরদের অভিযোগ, মেয়র নির্বাচনে ক্রস ভোটিং করার জন্য তাদের হুমকি দেওয়া হয়েছিল এবং ৫০ লক্ষ টাকার প্রস্তাব দেওয়া হয়। আপ নেতা সঞ্জয় সিংয়ের বক্তব্য, দলের জয়ী কাউন্সিলররা আদৌ বিজেপির ফাঁদে পা দেবেন না। সততা ও নিষ্ঠার সঙ্গে তাঁরা অরবিন্দ কেজরিওয়ালের পাশেই আছেন।

আরও পড়ুন-মুসলিম মেয়েদের বিয়ের বয়স: মামলা নিল কোর্ট

Latest article