শাক দিয়ে মাছ ঢাকছে বিজেপি

কয়েকদিন আগে সরকারের আট বছর পূর্তি উপলক্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দাবি করেছিলেন, এই ক’বছরে তাঁর সরকার এমন কোনও কাজ করেনি যাতে দেশের মাথা হেঁট হয়

Must read

প্রতিবেদন : কয়েকদিন আগে সরকারের আট বছর পূর্তি উপলক্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দাবি করেছিলেন, এই ক’বছরে তাঁর সরকার এমন কোনও কাজ করেনি যাতে দেশের মাথা হেঁট হয়। কিন্তু এ কথা বলার সময় তিনি বোধহয় ভুলে গিয়েছিলেন যে তাঁর দলেরই এক নেত্রী তথা দলের অন্যতম মুখপাত্র যা করেছেন তাতে দেশের মাথা হেঁট হয়ে গিয়েছে। মঙ্গলবার এমনই অভিযোগ করলেন তৃণমূল কংগ্রেসের রাজ্যসভা সাংসদ সুখেন্দুশেখর রায়।

আরও পড়ুন-আপনি ততদিন নেতা, যতদিন কাজ করবেন, কর্মীদের শতাব্দী

এদিন তৃণমূল ভবনে আয়োজিত সাংবাদিক বৈঠক থেকে তিনি এই ইস্যুতে তীব্র আক্রমণ করেন কেন্দ্রের শাসক দলকে। তিনি বলেন, একাধিক দেশ এরই মধ্যে বিজেপি নেত্রীর ওই বক্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়েছে। একের পর এক দেশ কড়া নিন্দা করছে। এর জেরে পারস্পরিক সম্পর্কে কুপ্রভাব পড়েছে। তৃণমূল সাংসদ বলেন, এর ফলে আন্তর্জাতিক দুনিয়ায় আমাদের দেশের মুখ পুড়েছে। যে সব দেশের সঙ্গে আমাদের কূটনৈতিক সম্পর্ক আছে, সাংস্কৃতিক সম্পর্ক আছে, বাণিজ্যিক সম্পর্ক আছে, সে সব দেশের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্কেও এর কুপ্রভাব পড়েছে।

আরও পড়ুন-উচ্ছেদের বিরুদ্ধে রুখে দাঁড়ান

তিনি অভিযোগ করেন, প্রকাশ্যে একজন ধর্মগুরু সম্পর্কে এমন ঘৃণ্য মন্তব্য করার জেরে ভুগছে গোটা দেশ। এখন প্রশ্ন হল, এই পাপটা করল কে? তিনি তো অন্য কেউ নন, দেশের শাসক দলেরই একজন নেত্রী তিনি। এই পরিস্থিতিতে কেন্দ্রের বিজেপি সরকার এখন শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করছেন।

Latest article