ধর্ম নিয়ে রাজনীতি করছে বিজেপি ভেবেচিন্তে ভোট দিন, আবেদন গণমঞ্চের

তাঁদের বক্তব্যের সমর্থনে জয় গোস্বামী তাঁর ২০২২ সালের তিনটি কবিতা এবং তার সঙ্গে গীতিকার প্রতুল মুখোপাধ্যায় একটি গান শোনান।

Must read

প্রতিবেদন : ভোটের দিন ঘোষণার আগেই ধর্ম (religion) নিয়ে রাজনীতি করতে শুরু করেছে বিজেপি। তাই শেষ দফার ভোটের আগে বাকি কেন্দ্রের ভোটারদের বিজেপির স্বার্থান্বেষী চরিত্রের কথা মনে রেখে ভোট দেওয়ার জন্য আবেদন করল দেশ বাঁচাও গণমঞ্চ। বৃহস্পতিবার কলকাতা প্রেস ক্লাবে এক সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন, পূর্ণেন্দু বসু, রন্তিদেব সেনগুপ্ত, পিডিএসের সমীর পুততুণ্ড, সৈকত মিত্র, প্রতুল মুখোপাধ্যায় প্রমুখ। ভোটের নির্ঘণ্ট ঘোষণার ঠিক কিছুদিন আগেই রামমন্দির উদ্বোধনকে হাতিয়ার করে হালে পানি পেতে চেয়েছিল বিজেপি।

আরও পড়ুন-এবার পরিবেশবান্ধব বাস চালাবে এনবিএসটিসি

কিন্তু তাতেও কোনও লাভ করতে পারেনি তারা। সপ্তম দফায় যে নয় কেন্দ্রে ভোটদান হবে, সেই কেন্দ্রের মানুষদের সচেতন করে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন কূটনীতি সাধারণ মানুষের সামনে এদিন তুলে ধরেন সংগঠনের সদস্যরা। তাঁদের অভিযোগ, হিন্দু-মুসলিম জনসংখ্যা নিয়ে বিজেপি ক্রমাগত মিথ্যে তথ্য ও ভুল পরিসংখ্যান জনসমক্ষে এনে সাধারণ মানুষকে বিভ্রান্তির মুখে ফেলে দিয়েছে। তাদের অনুরোধ, সপ্তম দফায় যে নয় কেন্দ্রে ভোটদান প্রক্রিয়া হবে, সেক্ষেত্রে যাতে সাধারণ মানুষ কেন্দ্রীয় সরকারের মিথ্যে প্রচার মনে রেখে ভোট দেন। তাঁদের বক্তব্যের সমর্থনে জয় গোস্বামী তাঁর ২০২২ সালের তিনটি কবিতা এবং তার সঙ্গে গীতিকার প্রতুল মুখোপাধ্যায় একটি গান শোনান।

Latest article