ব্রহ্মপুর(ওড়িশা): শাসন ক্ষমতায় বিজেপি। অথচ এমনই অপদার্থ প্রশাসন যে রক্ষা করতে পারল না দলের প্রবীণ নেতারই জীবন। সোমবার রাতে ওড়িশার গঞ্জামের ব্রহ্মপুর শহরে নৃশংসভাবে খুন হলেন বিজেপি নেতা আইনজীবী পীতবাস পণ্ডা। বাড়ির খুব কাছেই তাঁকে গুলি করে মোটরবাইকে আসা ২ দুস্কৃতী। রক্তাক্ত অবস্থাতেই আত্মরক্ষায় ছুটতে শুরু করেন তিনি। একটু গিয়েই রাস্তায় লুটিয়ে পড়েন তিনি। শহরের এমকেসিজি মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন ওড়িশা বার কাউন্সিলরের সদস্য পীতবাস পন্ডাকে। এই ঘটনায় বিজেপিকে তীব্র কটাক্ষ করেছে তৃণমূল। প্রশ্ন তুলেছে, নীরব কেন মোদি-শাহ-নাড্ডা? স্থানীয় সূত্রের খবর, চেম্বার থেকে স্কুটিতে চেপে বাড়ি ফিরছিলেন তিনি। সবচেয়ে আশ্চর্যের কথা, গ্রেফতার করা তো দূরের কথা এখনও আততায়ীদের চিহ্নিত পর্যন্ত করতে পারেনি গেরুয়া পুলিশ। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কুমার পূর্ণিমা উপলক্ষে সোমবার রাতে রীতিমতো গমগমে ছিল ব্রহ্মপুর শহর। রাত ১০টা নাগাদ বৈদ্যনাথ থানা এলাকায় ঘটনাটি ঘটে। পন্ডাকে সরাসরি বুকে দুবার গুলি করে আততায়ীরা।
আরও পড়ুন-স্বাভাবিক হচ্ছে পাহাড়-ডুয়ার্স রাজ্যের প্রশংসায় পর্যটকেরা
তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ এক্স হ্যান্ডেলে তুলে ধরেছেন এই নৃশংস হত্যাকাণ্ডের কথা। লিখেছেন, বিজেপি শাসিত ওড়িশায় বিজেপি নেতা খুন। প্রধানমন্ত্রীর পোস্টের অপেক্ষায় রয়েছি। মঙ্গলবার সাংবাদিক সম্মেলনে তাঁর কটাক্ষ, কোন মুখে আইনশৃঙ্খলা নিয়ে বড়বড় কথা বলেন প্রধানমন্ত্রী? অশান্ত মণিপুরে তিনি গিয়েছেন ৯৬৪ দিন পরে। ওড়িশায় ডবল ইঞ্জিন সরকারের শাসন, অথচ নৃশংসভাবে খুন হলেন প্রবীণ বিজেপি নেতা। কী বলবেন এবার? সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস এক্স হ্যান্ডেলে লিখেছে, যেখানেই বিজেপি সেখানেই হিংসা।