চাঁদার জুলুম, অভিযুক্ত বিজেপি নেতা

বিজেপি নেতার চাঁদার জুলুম। লরি দাঁড় করিয়ে চালককে রীতিমতো হুমকি। ভাইরাল হয়েছে নেতার দাদাগিরি। কামারহাটির ঘটনা।

Must read

প্রতিবেদন : বিজেপি নেতার চাঁদার জুলুম। লরি দাঁড় করিয়ে চালককে রীতিমতো হুমকি। ভাইরাল হয়েছে নেতার দাদাগিরি। কামারহাটির ঘটনা। অভিযুক্ত বিজেপি (BJP) নেতার নাম ধর্মেন্দ্র রায়।

আরও পড়ুন-ভাষা আন্দোলনের মঞ্চ খোলার প্রতিবাদে গর্জে উঠল তৃণমূল

সোমবার রাতে বেলঘরিয়ার টেক্সম্যাকোর জলের ট্যাঙ্কের কাছে একটি ভিডিও ভাইরাল হয়েছে। তাতে দেখা যাচ্ছে, লরিচালকের থেকে দুর্গাপুজোর চাঁদা চাইছেন ধর্মেন্দ্র রায় নামে ওই বিজেপি নেতা। শুধু চাওয়াই নয়, রীতিমতো জোরজবরদস্তি চলছে, দেওয়া হচ্ছে হুমকিও। কড়া অবস্থান স্থানীয় তৃণমূল নেতৃত্বের। বিজেপি নেতার এই ধরনের কার্যকলাপ কোনওভাবেই বরদাস্ত করবে না তৃণমূল কংগ্রেস, সাফ জানিয়েছেন তৃণমূল পরিচালিত কামারহাটি পুরসভার চেয়ারম্যান গোপাল সাহা।

Latest article