প্রতিবেদন: বিজেপির রাজ্যে আবার রহস্যমৃত্যু সাংবাদিকের। অভিযোগের আঙুল সরাসরি বিজেপি নেতার বিরুদ্ধে। এবার যোগীরাজ্যে। উন্নাওতে মৃত অবস্থায় পাওয়া গিয়েছে ২৪ বছর বয়সের তরুণ সাংবাদিক শুভম শুক্লাকে। পুলিশ এই ঘটনাকে আত্মহত্যা বলে চালাতে চাইলেও মৃত সাংবাদিকের পরিবারের অভিযোগ, খুন করা হয়েছে তাঁকে। এবং সুপরিকল্পিত এই ঘটনার সঙ্গে সরাসরি যোগ রয়েছে স্থানীয় এক বিজেপি কাউন্সিলরের। পরিবারের সদস্যদের বক্তব্য, মাস কয়েক আগেই শুভমের সঙ্গে প্রবল বচসা হয়েছিল এক বিজেপি নেতা। এই খুন তারই পরিণতি।
আরও পড়ুন-বিএসএফের রাইফেল ছিনিয়ে নেওয়ার চেষ্টা বাংলাদেশি দুর্বৃত্তদের
স্থানীয় মানুষের অভিযোগ, ওই বিজেপি কাউন্সিলরকে বাঁচাতেই শুভমের অস্বাভাবিক মৃত্যুকে আত্মহত্যা বলে চালাতে চাইছে পুলিশ। শুভমের মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গেই অগ্নিগর্ভ হয়ে ওঠে এলাকা। বিক্ষোভে ফেটে পড়েন সাধারণ মানুষ। দোষীদের অবিলম্বে চিহ্নিত করে তাদের গ্রেফতারের দাবি ওঠে। লক্ষণীয়, কয়েকদিন আগেই বিজেপিরই ছত্তিশগড়ে নৃশংসভাবে খুন করা হয়েছিল এক সাংবাদিককে। হত সাংবাদিক নিজে একটি ইউটিউব চ্যানেলও চালাতেন। কিছুদিন ধরেই স্থানীয় এক বিজেপি নেতা এবং তার শাকরেদদের সঙ্গে প্রবল তিক্ততা চলছিল তাঁর। মঙ্গলবার বাড়ির কাছেই ই-রিকশ চার্জিং পয়েন্টের ঘরে ঝুলন্ত দেহ উদ্ধার করা হয় তরুণ সাংবাদিকের। স্থানীয়দের অভিযোগ, খুন করে ঝুলিয়ে দেওয়া হয়েছেন তাঁকে। এই ঘটনা থেকে স্পষ্ট, গেরুয়া রাজ্যগুলোতে সাংবাদিকদের বাকস্বাধীনতা কেড়ে নিতে কতটা নৃশংস হয়ে উঠছে বিজেপি।