বিজেপি (BJP) মানেই নারী অসম্মান ও নির্যাতন! বিজেপি আর যৌন হেনস্থা যেন ডান হাত বাঁ হাত। ফের একবার কাঠগড়ায় বিজেপি নেতা। একবার নয়, হুমকি দিয়ে একাধিকবার যৌন সম্পর্ক স্থাপনে বাধ্য করার অভিযোগ সামনে এল বিজেপি নেতার বিরুদ্ধে। মধ্যপ্রদেশের বিজেপি নেতা অশোক সিংহর বিরুদ্ধে গলায় ছুরি ঠেকিয়ে তরুণীকে ধর্ষণের অভিযোগ উঠছে। নির্যাতিতা অভিযোগ জানাতে গেলে তাঁকে হেনস্থা করা হয় বলে অভিযোগ। গোটা ঘটনা ক্যামেরাবন্দি করতে গেলে, অভিযুক্ত ক্ষমতা দেখিয়ে সাফ জানিয়ে দেন তাঁর কিচ্ছু হবে না।
আরও পড়ুন-বিহারে লাইনচ্যুত হয়ে নদীতে পড়ল সিমেন্ট বোঝাই ট্রেন!
মধ্যপ্রদেশের সাতনা জেলার স্থানীয় বিজেপি নেতা অশোক। তাঁর স্ত্রীও রামপুর বাঘেলান নগর পরিষদের বিজেপি কাউন্সিলর। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছে (ভিডিওর সত্যতা যাচাই করেনি জাগো বাংলা)। ভিডিওতে দেখা যাচ্ছে এক পুলিশ আধিকারিককে গালিগালাজ করছেন অশোক। তরুণীকেও হুমকি দিচ্ছেন তিনি। তরুণী কাঁদছিলেন এবং জানালেন উপর মহলে অভিযোগ জানাবেন। জবাবে অশোক নিঃসংকোচে বলেন, “আমার কী হবে? কিচ্ছু হবে না। যেখানে খুশি অভিযোগ জানাও। কিচ্ছু হবে না আমার।”
আরও পড়ুন-সোমবার দুর্গা অঙ্গনের শিলান্যাস অনুষ্ঠান
সোমবার এই ঘটনায় সাতনার পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ দায়ের করেন নির্যাতিতা। ছ’মাস আগে গলায় ছুরি ঠেকিয়ে তাঁকে ধর্ষণ করেন অশোক। গোটা মুহূর্ত ক্যামেরাবন্দি করে পরে ব্ল্যাকমেলও করেন তাঁকে। বাধ্য করে বারবার শারীরিক সম্পর্ক গড়তে। অশোক তাঁকে এবং তাঁর পরিবারকে প্রাণে মেরে ফেলার হুমকিও দেন। বিষয়টি নিয়ে তদন্ত শুরু হয়েছে। ডেপুটি সুপার মনোজ ত্রিবেদীকে তদন্তভার দেওয়া হয়েছে। কিন্তু এখানেই প্রশ্ন উঠেছে বিভিন্ন মহলে। যেখানে একজন নেতা কোনরকম দ্বিধা না করে ও নিজের অপকর্ম নিয়ে বিন্দুমাত্র লজ্জা বোধ না করে দৃঢ় কণ্ঠে ক্ষমতার বহিঃপ্রকাশ করছে সেখানে সাধারণ মানুষের কি শোচনীয় অবস্থা সেটা বোঝাই যাচ্ছে।

