কমিশনের বিরুদ্ধে ক্ষুব্ধ বিজেপি নেতা

পুলিনবাবু জানান, আমি গরিব মানুষ, দিন মজুরী করে খাই যদি দলের কাজ করেও, এমন হেনস্তার শিকার হতে হয়, তাহলে দিদির দলই ভাল।

Must read

সংবাদদাতা, আলিপুরদুয়ার: এস আই আর এর নামে কমিশনের হয়রানি এবার তার বিরুদ্ধে সড়ক হল স্বয়ং বিজেপি নেতা। জিনি আবার বিএলএ ২।

আরও পড়ুন-ট্রাম্পের শুল্ক হুমকির মুখে চাবাহার আমেরিকার সঙ্গে দরকষাকষিতে ভারত

বিজেপির আঙ্গুলি হেলনে, এস আই আর এর আড়ালে বাংলার মানুষকে হয়রানি করছে কমিশন, সেই দলেরই এক বি এল এ ২ এর স্ত্রীকে শুনানির নোটিস ধরিয়ে দিল কমিশন। সেই মহিলার অপরাধ, তারা সাত ভাইবোন। ওই মহিলার স্বামী, তথা ১০/৭৬ বুথের বিজেপি বি এল এ ২ পুলিন বর্মন নোটিস পেয়ে তো আকাশ থেকে পড়েছেন। তিনি জানিয়েছেন, তার শ্বশুর মশাইয়ের নাম ২০০২ সালের ভোটার তালিকায় রয়েছে। সেই লিংক এসআইআর-এর ফর্ম ফিলাপের সময় তিনি দিয়েছিলেন। কিন্তু তার প্রশ্ন এর পরেও নোটিশ কেন আসবে? পুলিন বর্মন আরও বলেন, আগের দিনে মানুষের আট দশ জন করে সন্তান থাকতো। আমার স্ত্রীরা সাত ভাইবোন। পাঁচ বোন ও দুই ভাই। কিন্তু এর জন্য নোটিশ পাওয়া, কতটা যুক্তিযুক্ত। কমিশনের নোটিশের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে দিন মজুর পুলিন বর্মন বলেন এটা মানা যায় না। এস আই আর ফর্মের সঙ্গে সমস্ত সঠিক কাগজপত্র জমা করার পরেও কেন আমার স্ত্রীকে নোটিশ পাঠাবে কমিশন? শুধুমাত্র ওরা এতগুলো ভাইবোন বলে। শুধুমাত্র এই কারণে কেন শুনানি তে ডাকবে কমিশন। পুলিনবাবু জানান, আমি গরিব মানুষ, দিন মজুরী করে খাই যদি দলের কাজ করেও, এমন হেনস্তার শিকার হতে হয়, তাহলে দিদির দলই ভাল।

Latest article