রাজনৈতিক সংঘর্ষের মামলায় গ্রেফতার হলেন বিজেপির (BJP) শ্রীরামপুর সাংগঠনিক জেলার প্রাক্তন সভাপতি শ্যামল বোস। ২০২০ সালে হুগলির জাঙ্গিপাড়ায় একটি রাজনৈতিক সংঘর্ষের ঘটনা ঘটে। সেই সময় জাঙ্গিপাড়া থানায় অভিযোগ দায়ের হয় ২২ জন বিজেপি নেতা-কর্মীর বিরুদ্ধে। সেই মামলায় শ্রীরামপুর আদালত ও হাইকোর্টে জামিনের আবেদন করে বিজেপি।
আরও পড়ুন-ডাক্তার বদলিতে বন্ধ হল হার্ট অপারেশন
আবেদন বাতিল হতেই তৎপর হয় পুলিশ। বিজেপি নেতা শ্যামল বোসকে মঙ্গলবার গ্রেফতার করে। আজ বিজেপি প্রাক্তন সভাপতিকে শ্রীরামপুর আদালতে পেশ করা হয়। প্রাক্তন এই নেতার গ্রেফতারিতে প্রশ্ন উঠে গেল ভোট-পরবর্তী হিংসা নিয়ে বিজেপির প্রাক্তন নেতার যোগাযোগ। জেলার রাজনীতিতে এই গ্রেফতারি নিয়ে আলোড়ন তৈরি হয়েছে।