সংবাদদাতা, শিলিগুড়ি : দখলের রাজনীতি করতে গিয়ে গ্রেফতার বিজেপি নেতা। গত বৃহস্পতিবার শিলিগুড়ি পুরনিগমের ২৪ নম্বর ওয়ার্ডে জোর করে ওয়ার্ড অফিস দখল করতে গিয়েছিল বিকাশ সরকার। শুধু তাই নয় ওয়ার্ড অফিস দখল করতে গিয়ে ২৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার তথা চেয়ারম্যান সত্তরোর্ধ্ব প্রতুল চক্রবর্তীকে নিগ্রহ করেন ওই বিজেপি নেতা। মূলত পুর নির্বাচনে প্রতুলবাবুর কাছে হেরে যাওয়ার ক্ষোভ মিটিয়েছেন বলেই ধারণা সাধারণ মানুষের। এর পরেই থানায় লিখিত অভিযোগ দায়ের করেন প্রতুলবাবু।
আরও পড়ুন-কথা রাখলেন অভিষেক, খুলে গেল দোমোহনী হাট
অন্যদিকে, প্রতুলবাবুর মতো বয়স্ক লোককে নিগ্রহ করার কারণে শহর জুড়ে নিন্দার ঝড় উঠেছে। এই ঘটনায় প্রথমে পুলিশ বিকাশকে আটক করে। পরে গভীর রাতে তাকে গ্রেপ্তার করে অভিযোগের ভিক্তিতে। কিন্তু রাতেই বিজেপি কর্মীরা শিলিগুড়ি থানার সামনে অবস্থান বিক্ষোভ প্রদর্শন শুরু করে। তাই বিকাশ সরকারকে শিলিগুড়ি থানা থেকে সরিয়ে বাগডোগরা থানায় নিয়ে যায়। শুক্রবার সকালে পুলিশ বিকাশকে শিলিগুড়ি আদালতে তোলে। তার বিরুদ্ধে মূলত আঘাত, ওয়ার্ড অফিস দখল, চুরি, ছিনতাইয়ের মামলা রুজু হয়। যার মধ্যে একটি জামিন অযোগ্য ধারা ছিল। তবে এদিন বিকাশের জামিন মঞ্জুর করেছেন বিচারক।
মানুষের ছোট ছোট অসুবিধাগুলিকে দূর করে তাদের জীবন সহজ করা। সেবার মধ্যে দিয়ে কঠিন বাধা…
নাগপুর : এবারে কি সত্যিই ঘনিয়ে এল মোদির বিদায়বেলা? দলের অন্দর থেকেই সুস্পষ্ট বার্তা, অনেক…
শ্রীনগর : সেনাবাহিনীর (Indian Army) সঙ্গে কিশতওয়ারের জঙ্গলে লুকিয়ে থাকা জঙ্গিদের গুলির লড়াই শুরু হয়েছিল…
ওয়াশিংটন: ইউরোপের দেশগুলির উপর শুল্কের ভার চাপিয়ে গ্রিনল্যান্ড (Greenland_America) দখল করার কৌশল নিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট…
নয়াদিল্লি : কেন্দ্রীয় সরকারের সাহিত্য অ্যাকাডেমি পুরস্কার স্থগিত রাখার সিদ্ধান্তের প্রতিবাদে অভিনব পদক্ষেপ নিলেন তামিলনাড়ুর…
সংবাদদাতা, বারাসত : জনসুনামির সাক্ষী থাকল উত্তর ২৪ পরগনার জেলা সদর বারাসত। সোমবার বারাসতের কাছারি…