গরম দুধ ঢেলে নাবালককে খুনের চেষ্টা! জালে বিজেপি নেতা

Must read

গরম দুধ ঢেলে নাবালককে খুনের চেষ্টার পরে পালিয়ে থেকেও রেহাই মিলল না। ঘটনার ২৮ দিনের মাথায় ঝাড়খণ্ডের (Jharkhand) পাকুর এলাকার একটি হোটেল থেকে পলাতক বিজেপি নেতা অমিত মাকড়কে গ্রেফতার করল দেওয়ানদিঘি থানার পুলিশ। গায়ে গরম দুধ ঢেলে নাবালককে খুনের চেষ্টার অভিযোগ ওঠে ওই বিজেপি নেতার বিরুদ্ধে।

নাবালকের পরিবার অভিযোগ, বর্ধমানের দেওয়ানদিঘির মালকিতা গ্রামের বাসিন্দা উমাশঙ্কর সাউয়ের কাছে কিছু টাকা পেতেন অমিত মাকড়। ১৯ এপ্রিল সেই টাকা আদায় করতে দলবল নিয়ে উমাশঙ্করের বাড়ি লাগোয়া দোকানে চড়াও হন বিজেপি নেতা। অভিযোগ, বাড়িতে উমাশঙ্কর নেই জানাতেই তাঁর নাবালক ছেলেকে কটূক্তি করতে শুরু করেন অমিত। নাবালক প্রতিবাদ করতেই তার গায়ে ফুটন্ত গরম দুধ ঢেলে দেওয়া হয় বলে অভিযোগ। গুরুতর দগ্ধ নাবালককে বর্ধমান হাসপাতালে ভর্তি করা হয়। সেইদিনই ঘটনার অপর অভিযুক্ত মৌসম হাজরাকে পুলিশ গ্রেফতার করলেও পালিয়ে যান অমিত।

আরও পড়ুন- দুর্ঘটনার কবলে এয়ার অ্যাম্বুল্যান্স! কেদারনাথে উড়ান নিরাপত্তায় প্রশ্ন

দেওয়ানদিঘির তৃণমূল নেতৃত্বের অভিযোগ, ওই বিজেপি নেতা তাদের জেলা অফিসেই লুকিয়ে আছেন। বিজেপির জেলা অফিসে অমিত মাকড়ের মোটরবাইককেও দেখা যায় বলে অভিযোগ। এই ঘটনাকে কেন্দ্র করে দেওয়ানদিঘী তৃণমূল প্রতিবাদ সভাও করে। অবশেষে শুক্রবার রাতে ঝাড়খণ্ডের পাকুড় থেকে তাঁকে গ্রেফতার করে দেওয়ানদিঘি থানার পুলিশ।

Latest article