পঞ্চায়েত অফিসে ঢুকে নথি ছিঁড়ে হুমকি-ধমক, আটক বিজেপি নেতা

সোজা পঞ্চায়েত অফিসের ভিতরে ঢুকে দাদাগিরির অভিযোগ উঠল বিজেপির মণ্ডল সভাপতির বিরুদ্ধে।

Must read

সংবাদদাতা, নদিয়া : সোজা পঞ্চায়েত অফিসের ভিতরে ঢুকে দাদাগিরির অভিযোগ উঠল বিজেপির মণ্ডল সভাপতির বিরুদ্ধে। পঞ্চায়েতের নথিপত্র ছেঁড়ার পাশাপাশি হুমকি ও ধমকানোর অভিযোগে অভিযুক্ত মণ্ডল সভাপতি উত্তম বিশ্বাসকে পঞ্চায়েত আধিকারিকের লিখিত অভিযোগের ভিত্তিতে আটক করেছে শান্তিপুর থানা। জানা গিয়েছে, শান্তিপুর থানা এলাকার বিজেপির মণ্ডল ১ সভাপতি উত্তম মঙ্গলবার বাগআঁচড়া গ্রাম পঞ্চায়েতের অফিসে ঢুকে হঠাৎই বিশৃঙ্খলা সৃষ্টি করতে থাকেন।

আরও পড়ুন-এই হল বিজেপি, এটাই হল এদের আসলি রূপ

তারপর ছিঁড়ে ফেলেন পঞ্চায়েত অফিসের রেজুলেশনের খাতা। এমনটাই অভিযোগ পঞ্চায়েত আধিকারিকের। তিনি থানায় লিখিত অভিযোগ দায়ের করায় উত্তম বিশ্বাসকে জিজ্ঞাসাবাদে জন্য আটক করে থানায় নিয়ে আসা হয়। বাগআঁচড়া গ্রাম পঞ্চায়েত বিজেপির দখলে। শান্তিপুর ১ ব্লকের তৃণমূল সভাপতি সুব্রত সরকার জানান, অভিযুক্ত বিজেপির মণ্ডল সভাপতি পঞ্চায়েত ঢুকে রেজুলেশন খাতায় ছিঁড়ে পঞ্চায়েত আধিকারিককে শারীরিকভাবে হেনস্থাও করেছেন। এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে জেলা তৃণমূল আগামীকাল বাগআঁচড়া পঞ্চায়েতের সামনে বিক্ষোভ দেখাব। মণ্ডল সভাপতিকে জিজ্ঞাসাবাদ করে সত্য উদঘাটনের চেষ্টার পাশাপাশি সিসিটিভির ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ।

Latest article