নকশালবাড়িতে চোরাই সোনার গয়না কেনার অভিযোগে গ্রেফতার হলেন এক বিজেপি (BJP) নেতা। নকশালবাড়ি থানার পুলিশ স্থানীয় একটি মন্দির থেকে সোনার গয়না চুরির অভিযোগ পেয়ে তদন্তে নেমে শুক্রবার রাতে ওই বিজেপি নেতা সহ আরও একজনকে গ্রেফতার করে। ১৪ এপ্রিল নকশালবাড়ির দয়ারামজোতের চড়ক পুজোর মন্দির থেকে উধাও হয়ে যায় একটি সোনার চেন। চড়ক পুজোর কমিটির পক্ষ থেকে নকশালবাড়ি থানায় এই বিষয়ে অভিযোগ দায়ের করা হয়। তদন্তে নেমে মধ্য কোটিয়াজোতের বাসিন্দা বাসুদেব পালের খবর পায় পুলিশ। তাকে জিজ্ঞাসাবাদ করতেই স্বর্ণব্যবসায়ী বিজেপি নেতা শ্যামল রায়ের নাম প্রকাশ্যে আসে। এরপরেই পুলিশ নকশালবাড়ি স্টেশন মোড়ে অভিযানে নেমে শ্যামলের থেকে চুরি যাওয়া ৫ গ্রাম ওজনের সোনার ওই চেন উদ্ধার করে।
আরও পড়ুন-কাশ্মীরি সমাজকর্মীকে বাড়িতে ঢুকে গুলি জঙ্গিদের
জানা গিয়েছে, বছর খানেক আগে এক ভক্ত সোনার চেনটি দান করেছিলেন। চলতি বছরে চড়ক মেলায় সেটা প্রতিমার গলায় পরিয়ে দেওয়া হয়েছিল। মেলা শেষ হওয়ার পর থেকেই চেনটি আর খুঁজে পাওয়া যাচ্ছিল না। এরপর নকশালবাড়ি থানায় চুরির অভিযোগ দায়ের করা হয়।
ধৃত শ্যামল রায় বিজেপির নকশালবাড়ি মণ্ডলের প্রাক্তন সাধারণ সম্পাদক। যে দল ধর্মীয় আবেগ নিয়ে চলে সেই দলের লোক মন্দির থেকে চুরি যাওয়া অলঙ্কার কিনেছে দেখে স্বাভাবিকভাবেই রাজনৈতিক চাপানউতর শুরু হয়েছে।