পুরুলিয়ায় (Purulia) ডাকাতির ঘটনায় গ্রেফতার হলেন এক বিজেপি নেতা। ঘটনা প্রকাশ্যে চলে আসায় স্বাভাবিকভাবেই অস্বস্তি বেড়েছে বঙ্গ বিজেপির। যদিও এই নিয়ে কেউ কোনও মন্তব্য করেনি। জানা গিয়েছে, আয়কর অফিসারের ভুয়ো পরিচয় দিয়ে পুরুলিয়ার কোটশিলার এক বিড়ি ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি করা হয়। ঘটনার কিনারা করতে নেমে বেশ কিছু তথ্য চলে আসে পুলিশের হাতে। সেই তথ্যের উপর ভিত্তি করে পশ্চিম মেদিনীপুরের কোতওয়ালি থানার রাজাবাজার এলাকা থেকে বিজেপি নেতা পরাণ মাহাতোকে গ্রেফতার করে পুলিশ। এই ঘটনা প্রকাশ্যে আসতেই জোর চর্চা শুরু হয়েছে। এই নেতা সততার কথা বলতেন কিন্তু সে ডাকাতির ঘটনার সঙ্গে জড়িত শুনে গ্রামের মানুষজন বেশ আতঙ্কিত।
আরও পড়ুন-মাধ্যমিকের ফলপ্রকাশের দিনক্ষণ জানিয়ে দিল পর্ষদ
এই ডাকাতির ঘটনার মূল পান্ডা সিআরপিএফ জওয়ান পরেশ দাস যিনি রাঁচির বাসিন্দা। ছুটিতে এসে ডাকাতির ঘটনায় যুক্ত হন। তাকে সাহায্য করেন বিজেপি নেতা পরাণ মাহাতো। বিজেপি নেতা কোটশিলার বামনিয়া গ্রামের এক বাসিন্দা মহিম কুমারকে দায়িত্ব দিয়েছিলেন এলাকা থেকে কোটিপতি ব্যক্তিদের বাড়ির খোঁজ দিতে। তারপরই বিড়ি ব্যবসায়ী কিরীটি কুমারের বাড়ির খোঁজ পেয়ে প্ল্যান করা হয়। এই কাজে সাহায্য করেন সমীর রায়। ঝাড়খণ্ডের আততায়ীদের তথ্য পাঠানো হলে বিজেপি নেতা পরাণ মাহাতো এবং পরেশ দাসের যৌথ পরিকল্পনায় ডাকাতির নীল নকশা তৈরী হয়। সেই অনুযায়ী ডাকাতি করে পালায় আততায়ীরা।
‘জাগোবাংলা’য় (Jago Bangla) শুরু হয়েছে নতুন সিরিজ— ‘দিনের কবিতা’ (poem of the day)। মমতা বন্দ্যোপাধ্যায়ের…
মানুষের ছোট ছোট অসুবিধাগুলিকে দূর করে তাদের জীবন সহজ করা। সেবার মধ্যে দিয়ে কঠিন বাধা…
নাগপুর : এবারে কি সত্যিই ঘনিয়ে এল মোদির বিদায়বেলা? দলের অন্দর থেকেই সুস্পষ্ট বার্তা, অনেক…
শ্রীনগর : সেনাবাহিনীর (Indian Army) সঙ্গে কিশতওয়ারের জঙ্গলে লুকিয়ে থাকা জঙ্গিদের গুলির লড়াই শুরু হয়েছিল…
ওয়াশিংটন: ইউরোপের দেশগুলির উপর শুল্কের ভার চাপিয়ে গ্রিনল্যান্ড (Greenland_America) দখল করার কৌশল নিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট…
নয়াদিল্লি : কেন্দ্রীয় সরকারের সাহিত্য অ্যাকাডেমি পুরস্কার স্থগিত রাখার সিদ্ধান্তের প্রতিবাদে অভিনব পদক্ষেপ নিলেন তামিলনাড়ুর…