জম্মু ও কাশ্মীরের তুলসীবাগের সরকারি কোয়ার্টার থেকে আজ বৃহস্পতিবার উদ্ধার হয় এক বিজেপি নেতা (BJP) তথা প্রাক্তন বিধায়কের দেহ। মনে করা হচ্ছে নিজেকে গুলি করে আত্মঘাতী হয়েছেন বিজেপি নেতা ফকির মহম্মদ খান। গুরে়জ়ের প্রাক্তন নির্দল বিধায়ক ফকির মহম্মদ ২০২০-সালে বিজেপিতে যোগ দেন। তবে ঠিক কী কারণে তিনি আত্মঘাতী হলেন,সেটা এখনও বোঝা যায় নি। ঘটনাস্থল থেকে যদিও কোনও সুইসাইড নোট পাওয়া যায় নি।
আরও পড়ুন-ঘরোয়া ঝগড়ায় কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর ভাগ্নের প্রাণহানি
বিজেপির মুখপাত্র আলতাফ ঠাকুর ফকিরের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। মৃত্যুর কারণ নিয়ে প্রশ্ন করা হলেও তিনি কোনও মন্তব্য করেননি। জম্মু ও কাশ্মীরের স্পিকার আবদুল রহিম রাথের ফকিরের মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন। বিধানসভায় ফকিরের মৃত্যুর কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা।
প্রসঙ্গত, ১৯৯৬ সালে গুরেজ় বিধানসভা কেন্দ্রে নির্দল প্রার্থী হিসাবে ভোটে লড়ে জয়ী হয়েছিলেন ফকির। ২০২০ সালে তিনি বিজেপিতে যোগ দিয়েছিলেন। গত বছর বিজেপির টিকিটেই বিধানসভা নির্বাচনে লড়েছিলেন। তবে সেবার জয় পান নি তিনি। মানসিক অবসাদ, পারিবারিক বিবাদ না এর নেপথ্যে অন্য কোন ঘটনা আছে সবটাই খতিয়ে দেখছে পুলিশ।