ছিঃ! হাইওয়েতে গাড়ি দাঁড় করিয়ে যৌনতায় মগ্ন বিজেপি নেতা

স্থান কাল পাত্র জ্ঞান হারিয়েছেন গেরুয়া রাজ্যের বিজেপি (BJP) নেতারা।

Must read

স্থান কাল পাত্র জ্ঞান হারিয়েছেন গেরুয়া রাজ্যের বিজেপি (BJP) নেতারা। মধ্য প্রদেশের মান্দাসর জেলায় হাইওয়ে দিয়ে তীব্র গতিতে ছুটছে অসংখ্য গাড়ি। তার মাঝেই রাস্তার ধারে দাঁড়ানো একটা গাড়ি আর বাইরে চলছে উদ্দাম যৌনতা। হাইওয়েতে গাড়ি দাঁড় করিয়ে, রাস্তায় এক মহিলার সঙ্গে সঙ্গমে লিপ্ত হলেন এক বিজেপি নেতা। লোকজনের নজরে আসতেই খবর দেওয়া হয় পুলিশে। পুলিশের হাতে ইতিমধ্যেই সিসিটিভি ফুটেজ এসেছে, যেখানে বিজেপি নেতার কীর্তি স্পষ্ট দেখা গিয়েছে।

আরও পড়ুন-লুকা-আনচেলোত্তির মঞ্চে নায়ক এমবাপে

জানা গিয়েছে, অভিযুক্তের নাম মনোহরলাল ধকড়। তিনি উজ্জয়িনীর ধকড় মহাসভার জাতীয় সম্পাদক ছিলেন। তিনি একা নন, তাঁর স্ত্রীও জেলা স্তরের বিজেপি নেত্রী। নির্বাচিত গ্রাম প্রধান ও জেলা পঞ্চায়েতের সদস্যও তিনি। ১৩ মে দিল্লি-মুম্বই এক্সপ্রেসওয়ের উপরেই গাড়ি থামিয়ে ওই নেতা এক মহিলার সঙ্গে যৌন সঙ্গমে লিপ্ত হন। রাস্তার মাঝেই গাড়ি দাঁড় করিয়ে এই ধরণের ঘৃণ্য কাজ অস্বস্তিতে ফেলেছে বিজেপি নেতৃত্বকে। চারপাশের গাড়ির যাত্রীরাও নেতার কাণ্ড দেখতে পান। হাইওয়ের সিসিটিভি ক্যামেরাতেও নেতার কর্মকাণ্ড ধরা পরে। পুলিশে অভিযোগ দায়ের করা হয়। সাদা রঙের ওই গাড়িটি নেতার নামেই রেজিস্টার করা। তাদের দুজনের বিরুদ্ধে ভারতীয় ন্যয় সংহিতার ২৯৬, ২৮৬ ও ৩(৫) ধারায় অভিযোগ দায়ের করা হয়েছে।

আরও পড়ুন-দিল্লিতে ভারী বৃষ্টি, রাস্তাঘাট প্লাবিত, ব্যাহত বিমান পরিষেবা

কিন্তু দেখা গেল সোশ্যাল মিডিয়ায় ভিডিয়ো ভাইরাল হওয়ার পর থেকেই উধাও ওই নেতা। তল্লাশি অভিযান চললেও এখনও কেন পুলিশ তাঁকে খুঁজে পেল না এই নিয়ে উঠছে প্রশ্ন। এমনকি নেতার ফোনও বন্ধ আসছে। বিপদ বুঝে বিজেপি এই নেতাকে ঝেড়ে ফেলার চেষ্টা করলেও সোশ্যাল মিডিয়ায় বহু ছবিতে মনোহরের গলায় বিজেপির উত্তরীয় দেখা গিয়েছে যা নিয়ে রাজনৈতিক মহল এই মুহূর্তে তোলপাড়।

Latest article