বালুচদের উপরে নৃশংস অত্যাচার শুরু করেছে পাকিস্তান (Pakistan)। বালুচিস্তান পাকিস্তানের থেকে স্বাধীনতা দাবি করেছে যার ফলে দফায় দফায় সংঘর্ষ চলছেই। এর মধ্যে বালুচিস্তানের মানুষদের উপরে অত্যাচার শুরু করেছে পাকিস্তান। শনিবার ভোরে বালুচিস্তানের আওয়ারান জেলার মাশকেয়ারে তার স্ত্রী ও সন্তানদের সামনে গুলি করে হত্যা করা হয় বালুচ সাংবাদিক আব্দুল লতিফকে। ৫৫ বছর বয়সী এই সাংবাদিক দৈনিক ইন্তেখাব এবং আজ নিউজের সাথে যুক্ত ছিলেন। নিহতের পরিবার এবং সহকর্মীদের মতে, আব্দুল লতিফ একজন সাহসী সাংবাদিক ছিলেন যিনি দীর্ঘদিন ধরে বালুচিস্তানের মানবাধিকার পরিস্থিতি নিয়ে খবর করেছিলেন। তাঁর সাহসী সাংবাদিকতার কারণেই তাঁকে নিশানা করা হয়েছে বলে মনে করা হচ্ছে। এই ঘটনাটি চলতি বছরের ১১ এপ্রিল খায়েরপুরে সিন্ধি সাংবাদিক আল্লা দিনো শারের হত্যার পর দ্বিতীয় ঘটনা। শুধুমাত্র ২০২৪ সালেই পাকিস্তান জুড়ে ১২ জন সাংবাদিককে হত্যা করা হয়, যা দেশের সাংবাদিকদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলে দিয়েছে।
সূত্রের খবর, সাংবাদিক আব্দুল লতিফকে পরিবারের সামনে খুনের পর এবার ৪ যুবককে অপহরণের কথাও তুলে ধরল বালোচ যাকজেহটি কমিটি। অপহৃত যুবকদের সকলেই বয়স ১৭ থেকে ২৪ এর মধ্যে। যুবকদের পাকিস্তানের পুলিশ, সেনা ও আইএসআই অপহরণ করছে বলে খবর। জানা গিয়েছে, বালুচিস্তানের আন্দোলনকে থামাতেই নিশানা করা হচ্ছে কমবয়সী যুবকদের।