প্রতিবেদন : আবার গভীর অস্বস্তিতে বিজেপি। ক্রমশই বেআব্রু হয়ে পড়ছে দলের ভিতরের লড়াই। অত্যন্ত চাঁচাছোলা ভাষাতেই বিজেপি নেতা জয় বন্দ্যোপাধ্যায় আবার জানিয়ে দিলেন আগামী উপনির্বাচনে তৃণমূল কংগ্রেসের নিশ্চিত সাফল্যের কথা।
আরও পড়ুন : ফের বাড়ল তেলের দাম
যেটাই বলছেন, সেটাই মিলে যাচ্ছে। পুজোর আগে ভবানীপুর উপনির্বাচনের ফলাফল নিয়ে তাঁর ভবিষ্যদ্বাণী অক্ষরে অক্ষরে মিলে গিয়েছিল। নিজের দলের প্রতি ক্ষোভ প্রকাশ করে জানিয়েছিলেন, ভবানীপুরে ৫০ হাজারের বেশি ভোটে জিতবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেটাই হয়েছে। আগামী ৩০ অক্টোবর রাজ্যের চার আসনে (দিনহাটা, শান্তিপুর, খড়দহ, গোসাবা) ফের উপনির্বাচন। এবারও বিজেপি নেতা জয় বন্দ্যোপাধ্যায় জোর গলায় জানিয়ে দিলেন, ৪-০ ফলাফলে জিতবে তৃণমূল। রীতিমতো গ্যারান্টি দিয়ে এমনটাই দাবি করলেন জয়। এখনও যদি অতীত থেকে শিক্ষা নিয়ে বঙ্গের বিজেপি নেতারা নিজেদের শুধরাতে না পারেন, তাহলে আগামিদিনে এ রাজ্যে গেরুয়া শিবিরের জন্য আরও বড়সড় বিপর্যয় অপেক্ষা করছে বলেই মনে করেন বিজেপি নেতা জয় বন্দ্যোপাধ্যায়। নিচুতলার কর্মীদের মনে ক্ষোভ আর আবেগকে গুরুত্ব না দিলে খেসারত দিতে হবে বলেও মনে করেন জয়।