নিজের পরিবারের সদস্যদের ভোটগুলোও পাননি। শুধুমাত্র নিজেই নিজেকে ভোট দিয়েছেন! নির্বাচনে ১ ভোট পাওয়া বিজেপি প্রার্থীকে ঘিরে সোশ্যাল মিডিয়ায় ট্রোলিংয়ের বন্যা। বলা হচ্ছে নির্বাচনী বাজারে বিশ্বরেকর্ড গড়লেন মোদি-শাহের দলের এই প্রার্থী। দলীয় নেতার চরম লজ্জাজনক এই পারফরম্যান্স দেখে লজ্জায় মুখ লুকোচ্ছেন বিজেপি নেতারা। নির্বাচনে বিজেপি প্রার্থীর এক ভোট পাওয়ার খবরে জাতীয় স্তরেও শোরগোল পড়ে গিয়েছে। বিরোধীরা বলছেন, মোদি সরকারের নীতির প্রতি আমজনতার কী পরিমাণ অনাস্থা, তা বুঝিয়ে দিয়েছে ভোটের ফল। এমনকী, বিজেপি প্রার্থীকে ভোট না দিয়ে তাঁর পরিবারের সদস্যরাও এই দল সম্পর্কে নিজেদের মতামত স্পষ্ট বুঝিয়ে দিয়েছেন।
আরও পড়ুন-পাকিস্তানি গোলা পড়েও ফাটেনি, মরুসীমান্তে মায়ের নিত্যপুজো
তামিলনাড়ুর কোয়েম্বাটুর জেলার কুরুদম্পালয় পঞ্চায়েতের ৯ নম্বর ওয়ার্ডে বিজেপির প্রার্থী হয়েছিলেন ডি কার্তিক। কোয়েম্বাটুর জেলা বিজেপির যুব মোর্চার সভাপতি কার্তিক। পঞ্চায়েত নির্বাচনে তিনি ভোট পেয়েছেন মাত্র একটি। যদিও তাঁর পরিবারের পাঁচ সদস্যও এই নির্বাচনে ভোট দিয়েছেন। ট্যুইটারে ইতিমধ্যেই একটি হ্যাশট্যাগ ভাইরাল হয়েছে। যেখানে লেখা হয়েছে সিঙ্গল ভোট ফর বিজেপি। নেটিজেনরা মন্তব্য করেছেন, কার্তিকের এলেম আছে। তিনি এতটাই জনপ্রিয় যে, নিজের ভোট ছাড়া আর একটি ভোটও পাননি। রাজনৈতিক মহল মনে করছে, সম্প্রতি দেশজুড়ে কৃষক আন্দোলন বিজেপির প্রতি মানুষকে আরও বিমুখ করে তুলেছে। বিশেষ করে কৃষক সম্প্রদায় ও গ্রামীণ এলাকার মানুষ বিজেপির থেকে মুখ ঘুরিয়ে নিয়েছে। পঞ্চায়েত নির্বাচনের ফলাফল তারই প্রমাণ।