দায়িত্ব পেয়েই উত্তর কলকাতার সহ-সভাপতি পদে ইস্তফা বিজেপি নেত্রীর

Must read

অব্যাহত বিজেপির আভ্যন্তরীণ কোন্দল। উত্তর কলকাতা জেলা কমিটির সহ-সভাপতির দায়িত্ব পেয়েই পদত্যাগ করলেন সুনীতা ঝাওয়ার (Sunita Jhawar)। উত্তর কলকাতার জেলা সভাপতি কল্যাণ চৌবেকে পদত্যাগ পত্র পাঠিয়েছেন তিনি। বৃহস্পতিবার বিকেলে বেশ কয়েকটি জেলা কমিটি ঘোষণা করেছে বিজেপি শিবির। উত্তর কলকাতার সহ-সভাপতি করা হয়েছিল প্রাক্তন কাউন্সিলর সুনীতা ঝাওয়ারকে (Sunita Jhawar)। তালিকা প্রকাশ্যে আসার কিছুক্ষণের মধ্যেই কল্যাণ চৌবেকে পদত্যাগ পত্র পাঠিয়েছেন সুনীতা। পদ পাওয়ার পরই পদত্যাগ করায় স্বাভাবিকভাবেই বিতর্ক তৈরি হয়েছে দলের অন্দরে।

আরও পড়ুন – হিন্দুত্বের ঠিকাদার বিজেপি নয়, গোয়ায় সরব পবন ভার্মা

দলের পুরনো নেত্রী সুনীতা ঝাওয়ার সঙ্গে প্রাক্তন কাউন্সিলরও। জেলার সহ-সভাপতি করার পরই কেন পদত্যাগের সিদ্ধান্ত, সেই বিষয়ে জানান নি বিজেপি নেত্রী। যদিও চিঠিতে ব্যক্তিগত কারণে ইস্তফা বলেই জানিয়েছেন নেত্রী। এ বিষয়ে উত্তর কলকাতা জেলা বিজেপির সভাপতি কল্যাণ চৌবে জানান, তিনি চিঠি পেয়েছেন। টুইট করে এ বিষয়ে বিদ্রোহী বিজেপি নেতা রীতেশ তিওয়ারি বলেন, “বিজেপির আসল কর্মীরা দলে ব্রাত্য। পাঁচ বারের কাউন্সিলর সুনীতা ঝাওয়ারই তার উদাহরণ। সারা রাজ্য বিজেপিতেই এই ছবি।”

 

Latest article