জনসমক্ষে মহিলাকে চড় বিজেপি নেতার, নিন্দায় সরব রাজনৈতিক মহল

গতকাল বিজেপি নেতা দিল্লির শালিমার পার্কে পথকুকুরদের কামড়ানোর সমস্যা নিয়ে এক বৈঠকের আয়োজন করেছিলন।

Must read

জনসমক্ষে এক মহিলাকে চড় মারলেন দিল্লির বিজেপি নেতা (BJP) তথা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী বিজয় গোয়েল (Vijay Goel)। গতকাল বিজেপি নেতা দিল্লির শালিমার পার্কে পথকুকুরদের কামড়ানোর সমস্যা নিয়ে এক বৈঠকের আয়োজন করেছিলন। সভা শেষ করার পর পশু অ্যাক্টিভিস্টদের সঙ্গে কথা বলেন তিনি। সেখানে এক মহিলা অনুমতি না নিয়ে প্রাক্তন মন্ত্রীর কথোপকথন রেকর্ড করছিলেন। সেটা জানার পরেই চটে যান তিনি। বিজয় গোয়েল সঙ্গে সঙ্গে চেয়ার ছেড়ে উঠে মহিলার হাত থেকে মোবাইলটি কেড়ে নিয়ে তাঁকে চড় কষিয়ে দেন ।

আরও পড়ুন-‘এটা সিবিআই-এর কাজ নয়’ হাওড়ায় মৃতদের শ্রদ্ধাজ্ঞাপন করে সাফ জানালেন মুখ্যমন্ত্রী

যাইহোক, গোয়েল সেই মহিলাকে তার মন্তব্য রেকর্ড করতে দেখে তার সিট থেকে উঠে রেগে যায় এবং মেয়েটির মোবাইল ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। ভিডিওতে তাকে বলতে শোনা যায়, “আপনি কি আরও স্মার্ট, আপনি কি আরও স্মার্ট? কেন আপনি রেকর্ড করছেন, আমি কি আপনাকে রেকর্ড করছি।”

আরও পড়ুন-প্রয়াত ‘মহাভারত’-এর ‘শকুনি মামা’ গুফি পেন্টাল

এই নিয়ে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস টুইট করে নিন্দায় সরব হয়। লেখা হয়, ‘জঘন্য! প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী ও বিজেপি নেতা বিজয় গোয়েল একটি সভা চলাকালীন একজন মহিলাকে চড় মারেন এবং তার সাথে দুর্ব্যবহার করেন। প্রধানমন্ত্রীর নরেন্দ্রমোদি ‘নারি সম্মান’ প্রচার করে, কিন্তু বাস্তবতা সম্পূর্ণ ভিন্ন। মহিলাদের প্রতি কোন সম্মান না রেখে, বিজেপি আমাদের জাতিকে লজ্জিত করছে।’

 

Latest article