আগরতলা : মুখ্যমন্ত্রী বিপ্লব দেবের জন্য গোটা দেশের কাছে ত্রিপুরাবাসীর মাথা হেঁট হয়ে গিয়েছে। বিরোধী দলের কোনও সদস্য নন, খোদ ত্রিপুরার বিজেপি বিধায়ক আশিস দাসই মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তুলেছেন। বিপ্লব দেবের বিরুদ্ধে কার্যত বিদ্রোহ ঘোষণা করে এই বিজেপি নেতা এক ভিডিও বার্তায় বলেছেন, গোটা ত্রিপুরা রাজ্যে এখন আইনের শাসন বলে কিছু নেই। তালিবানি কায়দায় রাজ্য চালাচ্ছেন এই মুখ্যমন্ত্রী। বিপ্লব দেব মনে করেন, ত্রিপুরায় তিনিই আইন, তিনিই আদালত। তিনি যা চাইবেন পুলিশ তাই করবে। তিনি চাইলে যাকে খুশি পুলিশ গ্রেফতার করবে। তিনি না চাইলে পুলিশ প্রকৃত দোষীকে দেখতেও পাবে না। মুখ্যমন্ত্রীর নিজের মুখে বলা এইসব উক্তির তীব্র নিন্দা করে ত্রিপুরার বিজেপি বিধায়ক আশিস দাস বলেন, এই ঘটনা ত্রিপুরাবাসীর জন্য লজ্জা। মুখ্যমন্ত্রী নিজেই সংবিধানকে ধুলোয় মিশিয়ে দিয়েছেন। নিজের দলের মুখ্যমন্ত্রীর কড়া সমালোচনায় করা বিজেপি বিধায়কের এই ভিডিও বার্তা এখন ভাইরাল। আশিস দাস প্রকাশ্যে বলেন, এই বিপ্লব দেব নিজে যেমন সংবিধান মানেন না, তেমনি তিনি রাজ্যের অফিসারদের উপরও বেআইনি কাজ করার জন্য চাপ তৈরি করছেন। এই মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে যাতে আদালত অবমাননার ব্যবস্থা নেওয়া হয় বিচার বিভাগের কাছে তার আর্জি জানিয়েছেন আশিস দাস।
আরও পড়ুন-আদালতে জোড়া ধাক্কা খেল বিজেপি
বিজেপি বিধায়ক বলেন, গণতান্ত্রিক দেশে যে কোনও মানুষ যে কোনও রাজনৈতিক দল করতে পারেন। অথচ ত্রিপুরায় মুখ্যমন্ত্রীর প্ররোচনায় অন্য রাজনৈতিক দলের নেতা-কর্মীদের মারা হচ্ছে, পার্টি অফিস জ্বালানো হচ্ছে, কলকাতা থেকে আসা অন্য দলের বড় নেতার গাড়ি ১৩ বার আক্রমণ করা হয়েছে, তাণ্ডব চালানো হয়েছে সংবাদমাধ্যমের উপর। এইসব বর্বরোচিত ঘটনা প্রমাণ করে ত্রিপুরায় আইনের শাসন বলে কিছু আর অবশিষ্ট নেই। মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে উচ্চ আদালতের কাছে সঠিক ও দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন বিজেপি বিধায়ক। দলের বিধায়কের ‘কার্পেট বম্বিং’-এর সামনে দিশাহারা গোটা ত্রিপুরা বিজেপি।