প্রতিবেদন: প্রধানমন্ত্রীর জন্মদিন উদযাপন করতে আয়োজন করা হয়েছিল রক্তদান শিবির। আর সেখানেই রক্তদান করতে গিয়েছিলেন উত্তরপ্রদেশের বিজেপি নেতা বিনোদ আগরওয়াল, যিনি আবার মোরাদাবাদের মেয়রও বটে। সেই শিবিরে রক্ত দিতেই নির্দিষ্ট শয্যায় শুয়েছিলেন মেয়র। তবে সুচ বার করতেই সবাইকে অবাক করে কেটে পড়লেন তিনি। রক্তদান না করেই। সেই ভিডিও নেটমাধ্যমে ছড়িয়ে পড়তেই এখন সুর বদলে অন্য সাফাই দিচ্ছেন বিজেপি নেতা।
আরও পড়ুন-ছেলের সামনে গোল, জেতালেন রোনাল্ডো
রক্তদান মহৎ দান, সে কথা মাথায় রেখে বছরভর রক্তদান শিবিরের আয়োজন করে নানা ক্লাব, স্বেচ্ছাসেবী সংস্থা। সাধারণ মানুষকে রক্তদানের প্রয়োজনীয়তা বোঝানোর জন্য রাজনৈতিক ব্যক্তিত্বরা যদি সামনে এগিয়ে আসেন, তবে সেই পদক্ষেপ প্রশংসার দাবি রাখে। কিন্তু উত্তরপ্রদেশের নেতার রক্তদানের ভিডিওতে দেখা যাচ্ছে, বিজেপি নেতা রীতিমতো অঙ্ক কষেই সেই শিবিরে এসেছিলেন। সত্যি সত্যি রক্তদানের কোনও ইচ্ছে তাঁর আদৌ ছিল না! কেবল রক্তদানের ছবি তুলে নাম কুড়িয়ে নেওয়াই ছিল তাঁর উদ্দেশ্যে। ভিডিওতে দেখা গিয়েছে, রক্ত দিতে নির্দিষ্ট শয্যায় শুয়েছিলেন মোরাদাবাদের মেয়র। তাঁর রক্তচাপ পরিমাপ করা হয়। এরপর চিকিৎসক সুচ বার করতেই রক্ত না দিয়ে সেখান থেকে উঠে যান তিনি। এই ভিডিও ছড়িয়ে পড়তেই বিভিন্ন মহল থেকে কটাক্ষের শিকার হয়েছেন মোরাদাবাদের মেয়র। বিতর্কের মুখে পরে তাঁর ব্যাখ্যা, তিনি সুগারের রোগী। ফলে রক্তে শর্করার মাত্রা অনেক বেশি। সুগার আছে শুনে চিকিৎসক তাঁকে রক্ত না দেওয়ার পরামর্শ দিয়েছেন। বিরোধীরা যদিও বিজেপি নেতার দাবি মানতে নারাজ। তাঁদের পাল্টা দাবি, শুধু ছবি তোলার জন্য রক্তদান শিবিরে গিয়েছিলেন মেয়র। পুরোটাই সস্তার পাবলিসিটি। সুগারের রোগী হলে রক্তদান করতে শুয়ে পড়ে ছবি তুললেন কেন?
এক নয়, একাধিক! নিজের দফতরে মহিলাদের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ানোর শাস্তি পেলেন সেই পুলিশ আধিকারিক। কর্নাটক…
প্রতিদিন ১ ডিগ্রি করে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা। কলকাতা (Kolkata) থেকে আগামী কয়েকদিনে প্রবল শীতের কনকনানি…
নয়াদিল্লি : অভূতপূর্ব ঘটনা বিজেপিতে (BJP)। মাত্র ৪৫ বছর বয়সেই বিজেপি সভাপতি পদে বসলেন নীতিন…
নয়ডা : ডাবল ইঞ্জিন সরকারের রাজ্যে এখন নারী-নিরাপত্তার নামে যে কতবড় প্রহসন চলছে তা আরও…
দেশের সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতেই হত। এত সাধারণ মানুষের ভোগান্তি যেন সহ্যের সব…
অর্থোপেডিক সার্জারির এক নতুন দিগন্ত। হাড় বা অস্থি, দেহের অন্যতম শক্ত অংশ যা আমাদের শরীরের…