সংবাদদাতা, জলপাইগুড়ি : আবাসের তালিকায় জ্বলজ্বল করছে বিজেপি নেত্রীর পরিবারের নাম! অথচ গ্রামের যোগ্য সদস্যরা ব্রাত্য। এই তালিকা প্রকাশ্যে আসতেই দুর্নীতি নিয়ে সুর চড়ানো বিজেপিই পড়েছে বিপাকে। বাংলা আবাস যোজনার ঘর প্রাপকদের তালিকায় বিজেপি নেত্রীর পরিবারের ৫ সদস্যের নাম। যা নিয়ে জোর গুঞ্জন শুরু হয়েছে বানারহাটে। এতদিন আবাস দুর্নীতি নিয়ে একাধিক অভিযোগ তুলতে দেখা যেত বিজেপি শিবিরকে। কিন্তু, এবার বানারহাট ব্লকের বিন্নাগুড়ি গ্রাম পঞ্চায়েত এলাকাতে দেখা গেল সম্পূর্ণ ব্যতিক্রমী ছবি। বিন্নাগুড়ি গ্রাম পঞ্চায়েতের বিরোধী দলনেত্রীর মৃত স্বামী-সহ তার দুই ছেলে, এক ভাই এবং দুই ভাইয়ের স্ত্রীর নাম ঘর প্রাপ্যকের তালিকায় রয়েছে। বিষয়টি প্রকাশ্যে আসতেই শুরু হয়েছে জোর রাজনৈতিক তরজা। বিন্নাগুড়ি গ্রাম পঞ্চায়েতের ১৪/১৯৩ পার্টের এসএম কলোনীর বিজেপির পঞ্চায়েত সদস্যা তথা বিন্নাগুড়ি গ্রাম পঞ্চায়েতের বিরোধী দলনেত্রী শুভদ্রা লোহার। বাংলা আবাস যোজনার ঘরের তালিকায় শুভদ্রা লোহার মৃত স্বামীর নাম কী করে উঠল এলাকার রাজনৈতিক আলোচনা অন্যতম বিষয় এখন এটিই।
আরও পড়ুন-সংসদকে হত্যা করছে মোদি সরকার, তোপ তৃণমূলের
এরই পাশাপাশি, তার পরিবারের আরও ৫ জনের নাম আবাস যোজনার ঘর প্রাপকদের তালিকায় থাকা নিয়েও উঠতে শুরু হয়েছে প্রশ্ন। এই প্রসঙ্গে তৃণমূলের বিন্নাগুড়ির অঞ্চল সভাপতি বিজয় প্রসাদ বলেন, বাংলা আবাস যোজনার ঘর প্রাপকদের তালিকা প্রকাশ হওয়ার পরেই বিষয়টি জানতে পারি। বিন্নাগুড়ি গ্রাম পঞ্চায়েতের বিরোধী দল নেত্রী শুভদ্রা লোহারের মৃত স্বামীর ফেকু লোহারের নাম ঘর প্রাপ্যকের তালিকায় রয়েছে। পাশাপাশি তার দুই ছেলে রাজেশ লোহার ও রাজকুমার লোহার, শুভদ্রার এক ভাই হরিকুমার লোহার এবং দুই ভাইয়ের স্ত্রী শিবানী লোহার ও খুশমি লোহারের নাম এই তালিকায় রয়েছে। একই পরিবারের মোট ৬ জনের নাম, যার মধ্যে এক জন মৃত— এদের নাম কী করে আসতে পারে? বিষয়টি প্রশাসন মহলে যাচাই হওয়া প্রয়োজন। পাশাপাশি তিনি আরো অভিযোগ করেন, এলাকার ওই পার্টে প্রচুর লোকের বসবাস রয়েছে যাদের ঘর পাওয়া একান্ত দরকার। তাদের নাম না থেকে বিজেপির পার্ট মেম্বারের পরিবারের সদস্যদের নামে তালিকা ভরা। বিষয়টি প্রশাসনের নজরে আনব। এই প্রসঙ্গে বানারহাট ব্লকের বিডিও নিরঞ্জন বর্মন জানান, তালিকা যাচাই করা হচ্ছে। যাঁরা যোগ্য তাঁরাই ঘর পাবেন।