সংবাদদাতা, মালদহ : টিভি চ্যানেলে বসে বিদ্বেষের বিষ ছড়াচ্ছেন বিজেপি নেত্রী। অপমান করছেন কালিয়াচকের বাসিন্দাদের। বিজেপি বিধায়ক শ্রীরূপা মিত্র চৌধুরীর কুরুচিকর মন্তব্যের প্রতিবাদে গর্জে উঠল কালিয়াচক। মঙ্গলবার সেই মন্তব্যের প্রতিবাদে কালিয়াচকের রাজপথে ধিক্কার মিছিল সংগঠিত করল তৃণমূল কংগ্রেস। রাজ্যের মন্ত্রী সাবিনা ইয়াসমিন, তৃণমূল নেতা সামিজুদ্দিন আহমেদ-সহ দলের শীর্ষ নেতৃত্ব উপস্থিত ছিলেন মিছিলে।
আরও পড়ুন- এসআইআর শিবিরে মানুষের পাশে বাপি
স্থানীয় কর্মী-সমর্থকদের সঙ্গে তারা একসুরে দাবি তোলেন বিজেপি বিধায়ক যেন অবিলম্বে সংবাদমাধ্যমের সামনে ক্ষমা চান। তৃণমূল নেতৃত্বের দাবি, এমন মন্তব্য এক জন জননেত্রীর মুখে মানায় না। প্রতিবাদের উত্তাপে কিছু সময়ের জন্য জাতীয় সড়ক অবরুদ্ধ হয়ে পড়ে। এলাকাজুড়ে দেখা যায় তুমুল বিক্ষোভ। মন্ত্রী সাবিনা ইয়াসমিন বলেন,কালিয়াচকের মানুষ পরিশ্রমী ও শান্তিপ্রিয়। তাদের সম্পর্কে কুরুচিকর মন্তব্য সহ্য করা হবে না। এই ঘটনায় রাজনৈতিক মহলে চাঞ্চল্য ছড়িয়েছে। তবে মঙ্গলবারের মিছিল দেখেই স্পষ্ট- কালিয়াচকের মানুষ শ্রীরূপার মন্তব্যে ক্ষুব্ধ ও আহত।

