শিশু ধর্ষণে ধৃত বিজেপি নেতার ছেলে, টাকা দিয়ে রফার নিদান গেরুয়া প্রধানের

Must read

সংবাদদাতা, খেজুরি : গদ্দার অধিকারীর নিজের কেন্দ্র নন্দীগ্রামের ঠিক পাশে খেজুরিতে ৪ বছরের শিশুকে ধর্ষণ বিজেপি নেতার ১৫ বছরের ছেলের! ধর্ষণের (Rape) অভিযোগ ধামাচাপা দিতে আবার ৩০ হাজার টাকা ‘অফার’ বিজেপি পঞ্চায়েত প্রধানের! ক্ষুব্ধ এলাকার মানুষ। পূর্ব মেদিনীপুরের খেজুরি-২ ব্লক এলাকার এই ঘটনা প্রকাশ্যে আসতেই নিন্দার ঝড় উঠেছে। তবে নাবালিকার পরিবার বিজেপি প্রধানের টাকার ‘অফার’ প্রত্যাখ্যান করে পুলিশে অভিযোগ দায়ের করে। দ্রুত তদন্তে নেমে ধর্ষণে অভিযুক্ত বিজেপি নেতার নাবালক ছেলেকে গ্রেফতার করেছে পুলিশ। ইতিমধ্যেই নির্যাতিতা শিশুর মেডিক্যাল টেস্টও করানো হয়েছে। কিন্তু এমন ন্যক্কারজনক ঘটনার পরও বিজেপির টাকার বিনিময়ে ঘটনা ধামাচাপা দেওয়ার অপচেষ্টার তীব্র নিন্দা করছে তৃণমূল কংগ্রেস। ফেসবুক মাধ্যমে দলের বক্তব্য, বিজেপি নিমজ্জিত হয়েছে চূড়ান্ত নৈতিক অধঃপতন ও নোংরামির অন্ধকার গহ্বরে। ন্যায়বিচারের বদলে মামলা ধামাচাপা দিতে স্থানীয় প্রধান নাকি শিশুটির পরিবারকে টাকা দিতে চেয়েছে। একদল নীতিহীন বিকৃতমনস্ক, যারা শিশুর যন্ত্রণার দাম টাকায় মাপতে চায়। আরও বড় ব্যাপার, এই ঘৃণ্য ঘটনা ঘটছে বিরোধী দলনেতা গদ্দার অধিকারীর নিজের জেলাতেই। যেখানে চলে তাঁর প্রত্যক্ষ নির্দেশ এবং যে কোনও ঘৃণ্য কাজ চলে তাঁর ‘অধিকারী প্রাইভেট লিমিটেড’ সাম্রাজ্যের পূর্ণ আশীর্বাদে।
জানা গিয়েছে, খেজুরি গ্রামপঞ্চায়েত এলাকার বছর চারেকের শিশুটি প্রতিবেশী এক বিজেপি নেতার মেয়ের কাছে টিউশন পড়তে যেত। মঙ্গলবার সেই শিক্ষিকা অসুস্থ থাকায় তাঁর ১৫ বছরের নাবালক ভাই শিশুটিকে পড়ানোর নামে খাবারের লোভ দেখিয়ে ধর্ষণ (Rape) করে বলে অভিযোগ। বাড়ি এসে খুদে কাঁদতে কাঁদতে পরিবারের কাছে নালিশ করলে বাড়ির লোক সেই অভিযোগ নিয়ে বিজেপির পঞ্চায়েত প্রধান কালীপদ মণ্ডলের দ্বারস্থ হন। কিন্তু বিজেপি প্রধান উল্টে সালিশি সভা বসিয়ে ৩০ হাজার টাকার বিনিময়ে ধর্ষণের ঘটনা মিটমাট করে নেওয়ার নিদান দেন। যদিও তাতে রাজি না হয়ে শনিবার সকালেই তালপাটিঘাট কোস্টাল থানায় অভিযোগ করে নাবালিকার পরিবার। রাতেই পুলিশ অভিযুক্ত নাবালককে গ্রেফতার করে। রবিবার নির্যাতিতা নাবালিকার বাড়িতে যান জেলা তৃণমূল সভাপতি পীযূষকান্তি পন্ডা, জেলা যুব সভাপতি শেখ জালালউদ্দিন, ব্লক তৃণমূল সভাপতি সমুদ্ভব দাস প্রমুখ। নাবালিকার পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন তাঁরা। ন্যায়বিচার নিশ্চিত করতে সমস্তরকম সহায়তা করবে তৃণমূল।

আরও পড়ুন-বাঃ মোদিজি বাঃ! এই না হলে ‘বিকশিত’ ভারত, কেন্দ্রের বিজেপি সরকারের বাণিজ্য-দোসর আপাদমস্তক প্রতারক ও জালিয়াত প্রেমচাঁদ

Latest article