প্রতিবেদন: সিসি ক্যামেরার ফুটেজ দেখে ধৃত ছিনতাইবাজ। কিন্তু তাঁর পরিচয় প্রকাশ্যে আসতেই শোরগোল। আহমেদাবাদে এক ৬৫ বছর বয়সী মহিলার হার ছিনতাইয়ের ঘটনায় গ্রেফতার মধ্যপ্রদেশের বিজেপি নেতার ছেলে। প্রদ্যুম্ন সিং নামে ওই যুবককে গ্রেফতার করেছে আহমেদাবাদ পুলিশ। ঘটনাচক্রে গুজরাত (Gujarat) ও মধ্যপ্রদেশ দুটোই বিজেপি শাসিত রাজ্য।
আরও পড়ুন- পুলিশকে সঙ্গে নিয়ে বিজেপির গুণ্ডামি নির্লজ্জ ভোটলুঠ দিল্লির নির্বাচনে
অভিযোগকারিনী বাসন্তীবেনের দায়ের করা এফআইআর অনুসারে, ২৫ জানুয়ারি যখন তিনি মন্দির থেকে ফিরছিলেন, তখন এক দুষ্কৃতী তাঁর সোনার মঙ্গলসূত্র ছিনিয়ে নিয়ে পালায়। ওই মঙ্গলসূত্রের মূল্য ১লাখ ২৫ হাজার টাকা। এলাকার সিসিটিভি ফুটেজের ভিত্তিতে তদন্ত শুরু করে পুলিশ। গ্রেফতার করা হয় মধ্যপ্রদেশের নিমুচ জেলার মালাহেরা গ্রামের বাসিন্দা প্রদ্যুম্নকে। তখনই জানা যায় গুণধরের পরিচয়। ছিনতাইকারী আসলে মধ্যপ্রদেশের প্রাক্তন কংগ্রেস বিধায়ক বিজেন্দ্র সিং চন্দ্রাবতের ছেলে। পরে জ্যোতিরাদিত্য সিন্ধিয়ার সঙ্গে কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দেন বিজেন্দ্র সিং। পুলিশকে প্রদ্যুম্ন জানান, সে ছিনতাইবাজ নয়। বাবার বাড়ি ছেড়ে আহমেদাবাদে এসে ১৫হাজার টাকা মাসিক বেতনের চাকরি নিয়েছিল সে। বান্ধবীর সঙ্গে সম্পর্ক রাখতে গিয়ে তাঁর অর্থের প্রয়োজন হয়ে পড়ে। সেই খরচ মেটাতে চুরির করা শুরু করেন বলে পুলিশকে জানান প্রদ্যুম্ন।