প্রতিবেদন : বিজেপিকে রুখতে ফের ব্যর্থ কংগ্রেস। ৪ রাজ্যের নির্বাচনী ফলাফলে শেষ পাওয়া খবরে মধ্যপ্রদেশ, রাজস্থান ও ছত্তিশগড় ৩ রাজ্যেই হারছে কংগ্রেস। তবে তেলেঙ্গানায় কিছুটা হলেও মুখরক্ষা। এখানে গোহারা হারছে গেরুয়া শিবির। ১১৯ আসনের তেলেঙ্গানায় দুই অঙ্ক ছুঁতে পারেনি বিজেপি। ৬৪ আসনে জয় পেয়েছে কংগ্রেস। তবে ৩ রাজ্যে কংগ্রেসের চূড়ান্ত ব্যর্থতায় প্রশ্ন উঠছে, লোকসভা নির্বাচনে ইন্ডিয়া জোটের নেতৃত্বের যোগ্য কংগ্রেস?
আরও পড়ুন-জগন্নাথ মন্দিরে বাতানুকূল করিডর দিয়ে মন্দিরে প্রবেশ করবেন পুণ্যার্থীরা
এক্সিট পোলে ৩ রাজ্যে কংগ্রেসের জয়ের ইঙ্গিত ছিল। একটি রাজ্যে হাড্ডাহাড্ডি লড়াই। তবে ভোট গণনা শুরু হতেই প্রকাশ্যে হাত খালির ছবি। রাজস্থান, মধ্যপ্রদেশ ও ছত্তিশগড়ে কংগ্রেসের নির্লজ্জ হারের অন্যতম কারণ গোষ্ঠীদ্বন্দ্ব, সাংগঠনিক ব্যর্থতা ও গা-ছাড়া মানসিকতা— মত রাজনৈতিক মহলের। রাজস্থানে ৫ বছর অন্তর পালাবদলের একটি ট্রেন্ড তো ছিলই, তার উপর অশোক গেহলট ও শচীন পাইলটের গোষ্ঠীদ্বন্দ্ব কংগ্রেসের কফিনে শেষ পেরেক পুঁতেছে। নির্বাচন কমিশনের তরফে শেষ পাওয়া তথ্য অনুযায়ী, ১৯৯ আসনের রাজস্থানে ম্যাজিক ফিগার ১০০। সেখানে ১১৫ আসনে জয় পেয়েছে বিজেপি, কংগ্রেস জয় পেয়েছে ৬৮টি আসনে, এগিয়ে একটিতে এবং অন্যান্যরা ১৫টিতে জয় পেয়েছে।
আরও পড়ুন-জাতীয় সংগীত অবমাননা আরও তিন বিজেপি বিধায়ককে তলব
পাশাপাশি মধ্যপ্রদেশ ও ছত্তিশগড়েও দেখা গিয়েছে সাংগঠনিক ব্যর্থতা। একদিকে বাংলার প্রকল্প নকল করে মধ্যপ্রদেশে ‘লাডলি বেহেন’ ও ছত্তিশগড়ে ‘মাহতারি বন্দন যোজনা’র প্রতিশ্রুতি আর অতি আত্মবিশ্বাসী কংগ্রেসের গা-ছাড়া মনোভাব। তারই ফল এখন ভুগতে হচ্ছে। এখানে নির্বাচনী ফল বলছে, ২৩০ আসনের মধ্যপ্রদেশে ম্যাজিক ফিগার ১১৬। সেখানে ১৫৩ আসনে জয় পেয়েছে বিজেপি, এগিয়ে ১১টিতে। অন্যদিকে কংগ্রেস জয় পেয়েছে ৫৮টিতে, এগিয়ে ৭টিতে। এবং অন্যান্য জয় পেয়েছে ১ আসনে। এছাড়া ৯০ আসনের ছত্তিশগড়ে ম্যাজিক ফিগার ৪৬। সেখানে ৪৯ আসনে জয় পেয়েছে বিজেপি, এগিয়ে রয়েছে ৫টিতে। কংগ্রেস জয় পেয়েছে ৩৩টি আসনে, এগিয়ে ২টিতে। এবং অন্যান্য ১টিতে জয় পেয়েছে।
অন্যদিকে ১১৯ আসনের তেলেঙ্গানায় ম্যাজিক ফিগার ৬০। সেখানে ৬৪ আসনে জয় পেয়েছে কংগ্রেস।
আরও পড়ুন-ডায়মন্ড হারবারের সামনে ভাটিকা, আই লিগে আজ অভিযান শুরু কিবুর দলের
বিআরএস জয় পেয়েছে ৩৭টিতে, এগিয়ে ২টিতে। মিম পেয়েছে ৬টি আসন, এগিয়ে রয়েছে ১টিতে। বিজেপি পেয়েছে ৮টি আসন এবং অন্যান্য ১ আসনে জয় পেয়েছে। কংগ্রেসের চূড়ান্ত ব্যর্থতাতেও একটাই মাত্র আশার আলো। তেলেঙ্গানায় কংগ্রেসের এই জয় বিজেপির জন্য দক্ষিণের দরজা পুরোপুরি বন্ধ করে দিল। কয়েক মাসের ব্যবধানে দুই রাজ্যে ভরাডুবিতে দাক্ষিণাত্যে পুরোপুরি নিশ্চিহ্ন গেরুয়া। লোকসভার আগে এটাই রইল হাতে।