উত্তরপ্রদেশের (Uttar Pradesh) বিজেপি (BJP) বিধায়ক নাবালিকাকে ধর্ষণ করার দায়ে অবশেষে দোষী সাব্যস্ত হল। উত্তরপ্রদেশের সোনভদ্র জেলার দুধি বিধানসভা কেন্দ্রের বিজেপি নেতা রামদুলার গোন্ডকে মঙ্গলবার দোষী সাব্যস্ত করে আদালত। বিধায়ককে বিচার বিভাগীয় হেফাজতে পাঠানো হয়েছে। আগামী ১৫ ডিসেম্বর রামদুলার বিরুদ্ধে সাজা ঘোষণা করতে চলেছে আদালত। ২০১৪ সালে রামদুলার বিরুদ্ধে মেয়রপুর থানায় নাবালিকা ধর্ষণের মামলা করা হয়েছিল। সেই মামলার ভিত্তিতেই গতকাল দোষী সাব্যস্ত হয় বিজেপি নেতা। মঙ্গলবার অতিরিক্ত দায়রা জজ এহসানুল্লাহ খানের এজলাসে এই মামলার শুনানি হয়।
আরও পড়ুন-রেশন দোকানে বাংলা সহায়তা কেন্দ্র
মামলা চলাকালীন বলা হয়, ২০১৪ সালের ৪ নভেম্বর রামদুলার গ্রামের এক ১৫ বছর বয়সি কিশোরীকে ধর্ষণ করে। মেয়েটির পরিবার জানতে পেরে নির্যাতিতার ভাই মেয়রপুর থানায় একটি অভিযোগ দায়ের করেন। পুলিশ পকসো আইনে মামলা নথিভুক্ত করে এবং আদালতে ফাইল পেশ করে। অনেকদিন ধরে শুনানির চললেও সমাধান আসেনি। অবশেষে দোষী সাব্যস্ত হয় বিজেপি বিধায়ক। প্রসিকিউশনের আইনজীবী সত্যপ্রকাশ তিওয়ারি এবং বিকাশ শাক্য দুধির বিধায়ক রামদুলার বিরুদ্ধে গুরুত্বপূর্ণ প্রমাণ পেশ করেন আদালতে। বিধায়কের পক্ষে আদালতে ছিলেন আইনজীবী রামবৃক্ষ তিওয়ারি। শুনানি শেষে আদালত বিজেপি বিধায়ককে দোষী সাব্যস্ত করে এবং আগামী ১৫ ডিসেম্বর রায় ঘোষণার দিন ঠিক করেন।
আরও পড়ুন-রিঙ্কুর লড়াইয়েও হার ভারতের
২০১৪ সালেও তিন মাসের জন্যে জেলে গিয়েছিলেন রামদুলার। যদিও এরপর আদালত থেকে জামিন পেয়েছিল সে। পরে পুলিশ তদন্ত করে তার বিরুদ্ধে চার্জশিট দাখিল করে। পকসো আদালতে এই মামলার শুনানি শুরু হয়। উল্লেখ্য, রামদুলার প্রথমে সমাজবাদী পার্টিতে থাকলেও পরে বিজেপিতে যোগ দেয় এবং বিধায়ক নির্বাচত হয়। স্বাভাবিকভাবেই ২০২২ সালের ভোটে জয়ী হয়ে রামদুলার বিধায়ক হলে মামলাটি এমপি-এমএলএ আদালতে পাঠানো হয়। সেখানেই অবশেষে দোষী সাব্যস্ত হয় রামদুলার। তার বিধায়ক পদ খারিজ হবে কিনা এই অবস্থায় সেটা এখনই কিছু জানা যাচ্ছে না।
গ্রিনল্যান্ড (Greenland_Donald Trump) দখলে মরিয়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার একধাপ এগিয়ে মঙ্গলবার ট্রাম্প তাঁর…
এক নয়, একাধিক! নিজের দফতরে মহিলাদের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ানোর শাস্তি পেলেন সেই পুলিশ আধিকারিক। কর্নাটক…
প্রতিদিন ১ ডিগ্রি করে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা। কলকাতা (Kolkata) থেকে আগামী কয়েকদিনে প্রবল শীতের কনকনানি…
নয়াদিল্লি : অভূতপূর্ব ঘটনা বিজেপিতে (BJP)। মাত্র ৪৫ বছর বয়সেই বিজেপি সভাপতি পদে বসলেন নীতিন…
নয়ডা : ডাবল ইঞ্জিন সরকারের রাজ্যে এখন নারী-নিরাপত্তার নামে যে কতবড় প্রহসন চলছে তা আরও…
দেশের সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতেই হত। এত সাধারণ মানুষের ভোগান্তি যেন সহ্যের সব…