সংবাদদাতা, মালদহ : তিনি এলাকার বিধায়ক। খাতায়-কলমে। অথচ এলাকায় তাঁর টিকিটিও মেলে না। শেষমেশ বিরোধী দল নয়, তাঁর দলের লোকজনই ‘সন্ধান চাই’ পোস্টার দিল। শুক্রবার সকালে ইংরেজবাজার শহরের আনাচে-কানাচে এই পোস্টার ঘিরে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সেই পোস্টারে লেখা ‘বিধায়িকা নিখোঁজ, সন্ধান চাই। সৌজন্যে : ভারতীয় জনতা পার্টির সদস্যবৃন্দ।’
আরও পড়ুন-বরুণ-নারিন ম্যাজিকে ধূলিসাৎ চেন্নাই দুর্গ
তাতে ইংরেজবাজারের বিজেপি বিধায়ক শ্রীরূপা মিত্র চৌধুরির ছবিও রয়েছে। সাধারণ শহরবাসীও বিধায়কের দেখা না পেয়ে বিরক্ত। তাঁদের বক্তব্য, ২০২১-এর বিধানসভা নির্বাচনে শ্রীরূপা বিধায়ক হওয়ার পর থেকে তাঁর দেখাই মেলে না। হয়তো তাঁর দলের কর্মীরাও নেত্রীকে না পেয়ে ক্ষুব্ধ হয়ে এই পোস্টার মেরেছেন। বিধায়কের সন্ধান চাইছেন। এ-নিয়ে কটাক্ষ করেছেন জেলা তৃণমূল মুখপাত্র আশিস কুণ্ডু। বলেন, ইংরেজবাজারের বিজেপি বিধায়ক সত্যি সত্যিই ডুমুরের ফুল। লোকসভা ভোটের কয়েকটা দিন বাদ দিয়ে গত চার বছরে তাঁর দেখাই মেলেনি। সাধারণ মানুষ তো দূরস্থান, ওঁর দলের নেতা-কর্মীরাও তাঁকে কাছে পাননি। তার জেরেই এই পোস্টার। এই ঘটনায় বিজেপির অন্তর্কলহ প্রকাশ্যে চলে এল। শ্রীরূপার তরফে কোনও প্রতিক্রিয়া মেলেনি।
বরোদা, ১৯ জানুয়ারি : ডব্লুপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর স্বপ্নের দৌড় অব্যাহত। সোমবার গুজরাট জায়ান্টসকে ৬১…
‘জাগোবাংলা’য় (Jago Bangla) শুরু হয়েছে নতুন সিরিজ— ‘দিনের কবিতা’ (poem of the day)। মমতা বন্দ্যোপাধ্যায়ের…
মানুষের ছোট ছোট অসুবিধাগুলিকে দূর করে তাদের জীবন সহজ করা। সেবার মধ্যে দিয়ে কঠিন বাধা…
নাগপুর : এবারে কি সত্যিই ঘনিয়ে এল মোদির বিদায়বেলা? দলের অন্দর থেকেই সুস্পষ্ট বার্তা, অনেক…
শ্রীনগর : সেনাবাহিনীর (Indian Army) সঙ্গে কিশতওয়ারের জঙ্গলে লুকিয়ে থাকা জঙ্গিদের গুলির লড়াই শুরু হয়েছিল…
ওয়াশিংটন: ইউরোপের দেশগুলির উপর শুল্কের ভার চাপিয়ে গ্রিনল্যান্ড (Greenland_America) দখল করার কৌশল নিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট…