জাতীয়

দলেরই মহিলা কর্মীকে গণ.ধর্ষণের পর মুখে প্রস্রাব বিজেপি বিধায়কের

ন্যক্কারজনক ঘটনা! কর্ণাটকের বিজেপি বিধায়ক মুনিরত্ন এবং তাঁর সঙ্গীদের বিরুদ্ধে এবার গণধর্ষণের অভিযোগ আনলেন ৪০ বছরের দলেরই এক মহিলা কর্মী৷ শুধু গণধর্ষণ করেই ক্ষান্ত হননি তিনি। নির্যাতনের পর তাঁর মুখে প্রস্রাব করেন। শরীরে ইঞ্জেকশন দিয়ে মারণ ভাইরাস ঢুকিয়ে দেওয়া হয়েছে বলেও নির্যাতিতা জানিয়েছেন৷ কর্ণাটক পুলিশ বিজেপি বিধায়কের বিরুদ্ধে ওঠা এই অভিযোগের কথা জানিয়েছে ৷ সিনেমার প্রোডিউসার হিসেবে স্বনামধন্য মুনিরত্ন কর্ণাটকের রাজারহেশ্বরী কেন্দ্র থেকে চার বার বিধায়ক নির্বাচিত হয়েছেন৷ তিনি এখনও ওই কেন্দ্রের বিধায়ক৷ অভিযোগকারিণী মহিলা বিজেপির একজন দলীয় কর্মী৷

আরও পড়ুন-বিশ্বমঞ্চে পাক-সন্ত্রাসের মুখোশ খুলতে রওনা অভিষেকের

মঙ্গলবার আরএমসি ইয়ার্ড থানায় দলের বিধায়ক মুনিরত্নের বিরুদ্ধে এই অভিযোগ দায়ের করেন৷ নির্যাতিতা অভিযোগ করেছেন, গত বছর ১১ জুন বিধায়কের সঙ্গীরা কাজের কথা বলে একটি গাড়িতে করে তাঁকে বিধায়কের মাথিকেরের অফিসে নিয়ে গিয়েছিলেন। অফিসে পৌঁছনোর পরই বিজেপি বিধায়ক এবং তাঁর দুই সঙ্গী মিলে তাঁকে নগ্ন করে ধর্ষণ করেন। বাধা দিলে তাঁর ছেলের প্রাণহানির হুমকিও দেওয়া হয়৷
নির্যাতিতা নিজের লিখিত অভিযোগে জানিয়েছেন, বিধায়কের দুই সঙ্গী তাঁকে গণধর্ষণ করার পর মুনিরত্ন তাঁর মুখে প্রস্রাব করে দেন৷ এখানেই শেষ নয়, আরও এক অজ্ঞাতপরিচয় ব্যক্তি ঘরে ঢুকে বিধায়কের হাতে একটি সাদা বাক্স দেন৷ বাক্স থেকে একটি সিরিঞ্জ বের করে তাঁর শরীরে ইঞ্জেকশন দিয়ে দেন বিজেপি বিধায়ক৷ ইতিমধ্যেই মহিলার অভিযোগের ভিত্তিতে যশবন্তপুরের আরএমসি ইয়ার্ড থানায় ভারতীয় দণ্ডবিধির ৩৭৬ডি (গণধর্ষণ), ২৭০ (প্রাণঘাতী রোগের সংক্রমণ ছড়াতে পারে এমন মারাত্মক কাজ), ৩২৩ (স্বেচ্ছায় আঘাত করা), ৩৫৪ (একজন মহিলার শালীনতা নষ্ট করার উদ্দেশ্যে আক্রমণ বা অপরাধমূলক বল প্রয়োগ), ৫০৪ (শান্তি ভঙ্গের উদ্দেশ্যে ইচ্ছাকৃত অপমান), ৫০৬ (অপরাধমূলক ভীতি প্রদর্শন) এবং ৫০৯ (একজন মহিলার শালীনতা নষ্ট করার উদ্দেশ্যে অঙ্গভঙ্গি বা কাজ) ধারার অধীনে মামলা দায়ের করা হয়েছে।

আরও পড়ুন-হাতিয়ার ভুল তথ্য ও মিথ্যে প্রচার, ফের বাংলাকে অশান্ত করার চক্রান্ত বিজেপির

কিন্তু প্রশ্ন হল এরকম গুরুতর অভিযোগ হলেও এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি। আরআর নগরের বিধায়কের বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ এই প্রথম নয়। ২০২৪ সালের ডিসেম্বরে, কর্ণাটক পুলিশ ৪০ বছর বয়সী আরেক মহিলার অভিযোগের ভিত্তিতে তার বিরুদ্ধে ধর্ষণের মামলা দায়ের করে। তিনি ২০২০ থেকে ২০২২ সালের মধ্যে বারবার যৌন নির্যাতনের অভিযোগ করেছিলেন। ২০২৪ সালের সেপ্টেম্বরে, বিবিএমপি’র একজন কর্মকর্তাকে হুমকি দেওয়ার অভিযোগে মুনিরত্নকে অল্প সময়ের জন্য হেফাজতে নেওয়া হয়েছিল। পরে তিনি জামিনে মুক্তি পান। কিন্তু এই ক্ষেত্রে প্রশ্ন উঠছে যেই দলের কন্যাসন্তানের শিক্ষা ও সুরক্ষার প্রকল্প ‘বেটি বাঁচাও, বেটি পড়াও’, সেই দলের নেতারাই দিনের পর দিন নারী নির্যাতনের দায়ে অভিযুক্ত হচ্ছেন এবং তাদের বিরুদ্ধে উঠছে ঘৃণ্য অভিযোগ।

Jago Bangla

Recent Posts

মঙ্গলবার ডায়মন্ড হারবারে সেবাশ্রয়-২ পরিদর্শনে অভিষেক বন্দ্যোপাধ্যায়

মানুষের ছোট ছোট অসুবিধাগুলিকে দূর করে তাদের জীবন সহজ করা। সেবার মধ্যে দিয়ে কঠিন বাধা…

22 minutes ago

সত্যিই আসন্ন মোদির বিদায়বেলা? বয়স নিয়ে খোঁচা গড়করির

নাগপুর : এবারে কি সত্যিই ঘনিয়ে এল মোদির বিদায়বেলা? দলের অন্দর থেকেই সুস্পষ্ট বার্তা, অনেক…

10 hours ago

জঙ্গিদের সঙ্গে গুলির লড়াই, কিশতওয়ারে শহিদ জওয়ান

শ্রীনগর : সেনাবাহিনীর (Indian Army) সঙ্গে কিশতওয়ারের জঙ্গলে লুকিয়ে থাকা জঙ্গিদের গুলির লড়াই শুরু হয়েছিল…

10 hours ago

ট্রাম্পের শুল্কতোপের মুখেও অনড় ইউরোপের ঐক্য, পাল্টা পরিকল্পনা

ওয়াশিংটন: ইউরোপের দেশগুলির উপর শুল্কের ভার চাপিয়ে গ্রিনল্যান্ড (Greenland_America) দখল করার কৌশল নিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট…

10 hours ago

সাহিত্য অ্যাকাডেমির পাল্টা জাতীয় পুরস্কার ঘোষণা করলেন স্ট্যালিন

নয়াদিল্লি : কেন্দ্রীয় সরকারের সাহিত্য অ্যাকাডেমি পুরস্কার স্থগিত রাখার সিদ্ধান্তের প্রতিবাদে অভিনব পদক্ষেপ নিলেন তামিলনাড়ুর…

10 hours ago

চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী মমতা, বলছে জনতা

সংবাদদাতা, বারাসত : জনসুনামির সাক্ষী থাকল উত্তর ২৪ পরগনার জেলা সদর বারাসত। সোমবার বারাসতের কাছারি…

10 hours ago