ধর্ষণ, ৫ বছর পর জালে বিজেপি বিধায়কের ভাইপো

Must read

সংবাদদাতা, দুর্গাপুর: অবশেষে গ্রেফতার হল দুর্গাপুর পশ্চিমের বিধায়ক লক্ষ্মণ ঘরুইয়ের ভাইপো (BJP MLA’s nephew)। পাঁচ বছর গা-ঢাকা দিয়ে থাকার পর সে পুলিশের জালে ধরা পড়ল মঙ্গলবার। এক নাবালিকাকে ধর্ষণের অভিযোগে। ২০২০ সালে কাঁকসার আমলাজোড়া এলাকার বাসিন্দা তথা বিজেপি নেতা সহদেব ঘরুইয়ের বিরুদ্ধে দলেরই কর্মীর এক নাবালিকা মেয়েকে ধর্ষণের অভিযোগ ওঠে। সহদেব দুর্গাপুর পশ্চিম বিধানসভা কেন্দ্রের বিজেপি বিধায়ক লক্ষ্মণ ঘরুইয়ের ভাইপো। ঘটনা প্রকাশ্যে আসতেই রাজ্য-রাজনীতি তোলপাড় হয়ে ওঠে। কাঁকসা থানায় নাবালিকার পরিবার অভিযোগ দায়ের করতেই অভিযুক্ত সহদেব ঘরুই এলাকা ছেড়ে পালায়। কাঁকসা থানার পুলিশ তার খোঁজে বিভিন্ন জায়গায় তল্লাশি চালিয়েও খোঁজ পায়নি। বারবার পুলিশের পক্ষে বাড়িতে আদালতের নির্দেশনামা পাঠানোর পরেও তার কোনও খোঁজ পাওয়া যাচ্ছিল না। দীর্ঘদিন ফেরার থাকার পর দুদিন আগে কাঁকসার রাজবাঁধে একজনের বাড়িতে আসে সহদেব। মঙ্গলবার সকালে প্রাতঃভ্রমণে বেরোলে স্থানীয় কয়েকজন তাকে চিনতে পেরে কাঁকসা থানায় খবর দিলে পুলিশ তাকে গ্রেফতার করে দুর্গাপুর মহকুমা আদালতে পেশ করে। আদালতে তোলার সময় বিজেপি বিধায়ক লক্ষ্মণ ঘরুইয়ের ভাইপো (BJP MLA’s nephew) সহদেবের সাফাই, মেয়েটির সঙ্গে আমার প্রেমের সম্পর্ক ছিল। আমাকে রাজনৈতিকভাবে ফাঁসানো হয়েছে। বিধায়ক লক্ষ্মণ বলেন, ভাইপো নির্দোষ, সে বাড়িতেই ছিল। তাকে পুলিশ কেন গ্রেফতার করেনি তা পুলিশই জানে। সে অসুস্থ ছিল। কোথাও যায়নি। অন্য রাজ্যেও যায়নি। এদিকে তৃণমুল জেলা সভাপতি ও বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী পরিষ্কার ভাষায় বলেন, ত্রিপুরাতেই লুকিয়ে ছিল। রাজবাঁধে আসতেই পুলিশ গ্রেফতার করেছে।

আরও পড়ুন- ক্ষমতা থাকলে একটা বৈধ নাম বাদ দিক, শাহর কমিশনকে চ্যালেঞ্জ অভিষেকের

Latest article