নির্দল হয়ে লড়ার হুঁশিয়ারি বিজেপি বিধায়কের, সামাল দিতে হিমশিম দিল্লিও, পাহাড়ে প্রার্থী নিয়ে বিজেপিতে কোন্দল

এবার পাহাড়ে বিদ্রোহ বিজেপি বিধায়কের। লোকসভায় বহিরাগত প্রার্থী মানব না। যদি দল বহিরাগত প্রার্থী দেয় তাহলে নির্দল হয়ে দাঁড়াব

Must read

প্রতিবেদন : এবার পাহাড়ে বিদ্রোহ বিজেপি বিধায়কের। লোকসভায় বহিরাগত প্রার্থী মানব না। যদি দল বহিরাগত প্রার্থী দেয় তাহলে নির্দল হয়ে দাঁড়াব। এই বলে এই অস্বস্তি বাড়িয়েছেন কার্শিয়াঙের বিজেপি বিধায়ক বিষ্ণুপ্রসাদ শর্মা।
সংবাদমাধ্যমের সামনে তিনি বলেছেন,  দল যদি স্থানীয় কোনও লোককে প্রার্থী করে, তাহলে অসুবিধা নেই। আমি সেই প্রার্থীর পক্ষে কাজ করব। কিন্তু এবারও যদি বহিরাগত অর্থাৎ দার্জিলিং-এর বাইরের কোনও লোককে প্রার্থী করা হয়, তাহলে আমি দল ছাড়ব না, দলে থেকেই ওই প্রার্থীর বিরুদ্ধে নির্দল হয়ে লড়ব।  ঘটনায় দিশেহারা বিজেপি। পাহাড়ে যে তাদের জেতা আসন হাতছাড়া হতে চলেছে তা বুঝতে পারছে গেরুয়া শিবির। খবর পৌঁছেছে দিল্লিতেও। কিন্তু কোন্দলসামাল দেওয়ার ক্ষমতা এক্ষুনি নেই বিজেপির। কারণ বিদ্রোহী বিধায়কে সঙ্গে একমত পাহাড়ের অধিকাংশ বিজেপি সমর্থকেরা। বর্তমানে দার্জিলিং-এর সাংসদ পদে রয়েছেন বিজেপির রাজু বিস্তা। দলের বিধায়কের এই মন্তব্য যে সরাসরি দলের সাংসদের দিকেই তা বুঝতে বাকি রইল না সাধারণ মানুষেরও। ফলে বেজায় চাপে পড়েছে দল। এই বিষয়ে মুখে কুলুপ আঁটার চেষ্টা করলেও তা ব্যর্থ হয়েছে রাজ্য বিজেপির। আকচা-আকচি ঢাকতে মাঠে নেমেছেন বিজেপির ট্রেনি সভাপতি সুকান্ত মজুমদার।
তিনি বলেন, ভোটের সমীকরণ কী দাঁড়ায় দেখে দল ব্যবস্থা নেবে। তবে হাজার চেষ্টা করেও শাক দিয়ে মাছ ঢাকতে পারছে না বিজেপি। লোকসভা নির্বাচনের আগে রাজ্যজুড়ে বিজেপি শিবিরে ভাঙন তারই মধ্যে দলের নেতাদের মধ্যে কোন্দল আলাদা করে অস্বস্তিতে ফেলেছে দলকে। তাই তৃণমূল কংগ্রেস যখন লোকসভা নির্বাচনের প্রস্তুতিতে ব্যস্ত তখন বিজেপি দলের মুখ রক্ষার জন্য লড়েছে। উন্নয়নের কোনও কাজে এমনকী প্রস্তুতিতেও দেখা মিলছে না তাদের। পর পর এই ঘটনা ইঙ্গিত দিচ্ছে লোকসভা নির্বচানে পাহাড় থেকে সমতলে নিশ্চিহ্ন হবে বিজেপি।

Latest article