সংবাদদাতা, মালদহ : চলতি বছর গঙ্গা ভাঙনে রতুয়া ১ নং ব্লকের মহানন্দাটোলায় ১১৬টি পরিবারের বাড়িঘর খোয়া গিয়েছে। অথচ কোনওদিন খোঁজ নেননি বিজেপি সাংসদ। এখন তিনি রাজনীতি করছেন। যে দায়িত্ব নেওয়ার কথা কেন্দ্র সরকারের তা পালন করছে রাজ্য সরকার। এদিন বিজেপি সংসদ খগেন মুর্মু রতুয়া ব্লক কার্যালয়ে হাজির হলে তাঁকে ঘিরে ধরে বিক্ষোভ দেখান তৃণমূল কংগ্রেস কর্মী-সমর্থকেরা। তৃণমূল কংগ্রেসের অভিযোগ, এতদিন কোথায় ছিলেন বিজেপি সংসদ! নির্বাচন আসতে আর মাস চারেক বাকি। গঙ্গা ভাঙন বিষয় নিয়ে কেন্দ্রীয় হস্তক্ষেপ দাবি না করে তিনি এখন রাজনীতি করছেন।
আরও পড়ুন-পুজোর দায়িত্ব সামলান এলাকার মহিলারাই
এসব বরদাস্ত করা হবে না। তৃণমূল কংগ্রেস কর্মী-সমর্থকদের সঙ্গে সাধারণ মানুষও বিজেপি সাংসদকে দেখে গোব্যাক স্লোগান দিতে শুরু করেন। শুধু তাই নয়, সাংসদ হিসেবে গত চার বছরে তিনি কোনও দায়িত্ব পালন করেননি বলেও অভিযোগ। চার বছরে চারবারও তাঁর দেখা মেলেনি। লোকসভা নির্বাচনের ঘণ্টা বাজতেই বিজেপি সাংসদ এখন সশরীরে হাজির থাকছেন বিভিন্ন এলাকায়। অথচ গত চার বছর ছিল ঠিক তার উল্টো ছবি। রতুয়া ১ নম্বর ব্লক সভাপতি অজয় সিনহা জানান, গঙ্গাভাঙন প্রতিরোধ নিয়ে সংসদে একটি বাক্যও খরচ করেননি তিনি। মানুষের পাশে না থেকে রাজনীতি করছেন।