বিজেপি সাংসদ দুর্নীতিগ্রস্ত

Must read

কার্তিক ঘোষ, বাঁকুড়া : ছাতনার পর এবার তালডাংরায় বিজেপির গোষ্ঠীকোন্দল প্রকাশ্যে। দলের জেলা সভাপতি সুনীল রুদ্র মণ্ডলের ‘পদত্যাগ’ দাবি করে পোস্টার পড়ল তালডাংরা বিজেপির (BJP Bankura) কার্যালয়ে। পোস্টারে স্থানীয় সাংসদ ও কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী ডাঃ সুভাষ সরকারকে ‘দুর্নীতিগ্রস্ত’ আখ্যা দেওয়া হয়েছে। ‘তালডাংরা মণ্ডল বিজেপি কার্যকর্তাবৃন্দে’র তরফে ওই পোস্টারে লেখা রয়েছে ‘দুর্নীতিগ্রস্ত সাংসদের মনোনীত বাঁকুড়া জেলা সভাপতি সুনীল রুদ্র মণ্ডলের অবিলম্বে পদত্যাগ চাই’।

আরও পড়ুন – রাত পোহালেই তৃণমূলের সাংগঠনিক নির্বাচন, আমন্ত্রণ বিশিষ্টদের

কিন্তু রাতের অন্ধকারে কে বা কারা তালডাংরা মণ্ডল বিজেপি কার্যকর্তাদের নামে ওই পোস্টার লাগাল বিষয়টি স্পষ্ট নয় কারও কাছেই। স্থানীয় ব্যবসায়ীরা জানালেন, রাতে কিছুই ছিল না। সকালে এসে পোস্টার দেখতে পাই। যদিও এই পোস্টার বিতর্কে তৃণমূলের বিরুদ্ধে অভিযোগের আঙুল তুলেছে বিজেপি (BJP Bankura)। যাঁর বিরুদ্ধে অভিযোগ, সেই বিজেপি সভাপতি সুনীল রুদ্র মণ্ডল বলেন, আমাদের দল তারুণ্যের উপর ভরসা রেখেছে। তৃণমূল কংগ্রেস নেতৃত্ব স্পষ্ট জানিয়েছেন এই ঘটনার সাথে তৃণমূলের কোনও সম্পর্ক নেই, বিজেপি দলীয় কোন্দল প্রকাশিত হয়েছে।

Latest article