বিজেপি সাংসদ মানেকা গান্ধীর (Maneka Gandhi- ISKON) বিরুদ্ধে ১০০ কোটি টাকার মানহানির মামলা দায়ের করল ইসকন। এর আগে ইসকনের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ এনেছিলেন মানেকা। তিনি দাবি করেছিলেন, দেশের সবচেয়ে বড় প্রতারক সংস্থা ইসকন। তবে এই সংস্থা জানিয়েছিল, মানেকার করা অভিযোগ মিথ্যে এবং ভিত্তিহীন।
একটি ভিডিতে মানেকাকে (Maneka Gandhi) বলতে শোনা যায়, ” দেশের মধ্যে ইসকন সবচেয়ে বড় প্রতারক সংস্থা। এরা সরকারের কাছ থেকে সুবিধা নেয় এবং গৌশালা চালায়।” এরপর তিনি দাবি করেন তিনি অন্ধ্রপ্রদেশে ইসকনের অনন্তপুর গৌশালা গিয়েছিলেন। একইসঙ্গে তিনি সে গৌশালা পরিদর্শনের অভিজ্ঞতার কথা ভিডিওতে জানান। তাঁর কথায়,”যত গরু দেখেছি সব কটিই দুগ্ধবতী। সেখানে এমন একটিও গরু ছিল না যারা দুধ দেয় না। এমনকি কোনও বাছুরও ছিল না।“ তাঁর অভিযোগ, ”ইসকন কসাইদের কাছে গরুগুলিকে বিক্রি করে দেয়। এত বেশি বাছুর অন্য কোনও সংস্থা বিক্রি করে না। এরপর ওরা রাস্তায় গিয়ে কৃষ্ণ নাম গায়। এবং ওঁরা বলে ওদের জীবন দুধের উপরেই নাকি নির্ভরশীল।“
আরও পড়ুন- দূষণ ঠেকাতে কড়া পদক্ষেপ কেজরির, শরতেই ‘শীতকালীন কর্ম পরিকল্পনা’ ঘোষণা
বিজেপি নেত্রীর এমন দাবি উড়িয়ে দিয়েছে ইসকন (Maneka Gandhi- ISKON)। ইসকনের ভাইস প্রেসিডেন্ট রাধারমণ দাস জানিয়েছেন, “উনি বলছেন, উনি নাকি অনন্তপুরের গৌশালায় গিয়েছিলেন। কিন্তু সেখানকার লোকজন জানেন না কবে তিনি গিয়েছিলেন। উনি বাড়িতে বসেই সমস্ত মনগড়া কথা বলছেন।“ উনি একজন সাংসদ তথা প্রাক্তন মন্ত্রী হয়ে কীভাবে কোনও প্রমাণ ছাড়াই এমন কথা বলছেন ইসকনকে নিয়ে?” এরপর এমনই প্রশ্ন করেছেন রাধারমণ দাস।
পাশাপাশি ইসকনের মুখপাত্র যুধিষ্ঠির গোবিন্দ দাস সাফ জানিয়েছেন,”গরু ও ষাঁড়দের সেবা করা হয় এখানে তাদের কখনই কসাইদের কাছে বিক্রি করে দেওয়া হয় না।” ইসকনের দাবি, মানেকা গান্ধীর এমন মন্তব্য খুবই দুর্ভাগ্যজনক। এবং এই মন্তব্যের কারণে সংস্থাটির ভক্তরা আঘাত পেয়েছেন।
“আমরা স্বচ্ছতা চাই- আমরা এর আগে ৭৫ বার বলেছি। আমরা ‘SIR’-এর বিরুদ্ধে নই। আমরা SIR…
প্রতিবেদন: ১৩,৪২১ শূন্যপদের জন্য দ্বিতীয় দফার ইন্টারভিউর দিন ঘোষণা করল প্রাথমিক শিক্ষা পর্ষদ (West Bengal…
রাজ্য সরকারের ডিজিটাল পরিষেবা উদ্যোগ আরও একবার জাতীয় স্বীকৃতি পেল। পশ্চিমবঙ্গ সরকারের ‘অনুমোদন’ (Anumodan) নামে…
রাজ্যের কৃষি গবেষণায় বড় সাফল্যের কথা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। মঙ্গলবার নিজের…
গ্রিনল্যান্ড (Greenland_Donald Trump) দখলে মরিয়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার একধাপ এগিয়ে মঙ্গলবার ট্রাম্প তাঁর…
এক নয়, একাধিক! নিজের দফতরে মহিলাদের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ানোর শাস্তি পেলেন সেই পুলিশ আধিকারিক। কর্নাটক…