আশ্রমে ঢুকে মহারাজকে মারধর বিজেপি সাংসদের, পথ অবরোধ

প্রতিবাদে স্থানীয়রা রাস্তায় নেমে বিক্ষোভ শুরু করেন। টায়ার জ্বালিয়ে পথ অবরোধ করা হয়। সিতাই থানার আদাবারি এলাকার ঘটনা।

Must read

সংবাদদাতা, সিতাই : কোচবিহারের সিতাই রামকৃষ্ণ সেবাশ্রম আশ্রমের অধ্যক্ষ বিজ্ঞানানন্দ তীর্থ মহারাজকে মারধর করার গুরুতর অভিযোগ উঠল বিজেপির রাজ্যসভার সাংসদ অনন্ত মহারাজের বিরুদ্ধে। প্রতিবাদে স্থানীয়রা রাস্তায় নেমে বিক্ষোভ শুরু করেন। টায়ার জ্বালিয়ে পথ অবরোধ করা হয়। সিতাই থানার আদাবারি এলাকার ঘটনা।

আরও পড়ুন-আন্দোলনে সিপিএম-ছোঁয়া মতবিরোধ বাড়ছে অন্দরে

অভিযোগ, বিজেপির রাজ্যসভার সাংসদ অনন্ত মহারাজ ওরফে নগেন রায় এদিন সিতাই ব্লকের শিলদুয়ার গ্রামে সালটিবাড়ি বিবেকানন্দ আশ্রমে আসেন। সেখানে মহারাজের সঙ্গে কিছু বিষয় নিয়ে বাক-বিতণ্ডায় জড়িয়ে পড়েন সাংসদ। বচসা চলাকালীন শালটিবাড়ির মহারাজকে অকথ্য গালিগালাজ এবং মারধর করেন বলে অভিযোগ। এই ঘটনার প্রতিবাদ জানিয়ে উত্তেজিত জনতা পথ অবরোধ করে। সাংসদ অনন্ত মহারাজের শাস্তির দাবিও ওঠে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দিনহাটার এসডিপিও এবং আইসি। সর্বশেষ খবর এলাকায় উত্তেজনা পরিস্থিতি আপাতত নিয়ন্ত্রণে। যদিও এই ঘটনা নিয়ে অনন্ত মহারাজের তরফে কোনও বক্তব্য পাওয়া যায়নি।

Latest article