প্রতিবেদন : কেন্দ্রের সরকার শিরদাঁড়াহীন। আর বঙ্গ বিজেপির নবনির্বাচিত সাংসদরা কাপুরুষ। বাংলার উপর অন্যায় হচ্ছে, তবু তাঁরা নিশ্চুপ। অন্যায়ভাবে প্লাবনের মুখে ঠেলে দেওয়া হচ্ছে, তারপরও কেন্দ্রের বিরুদ্ধে কিছু বলার মুখ নেই তাঁদের। রবিবার হুগলির কোন্নগরে একটি অনুষ্ঠানে এসে কেন্দ্রের সরকার ও বিজেপির বিরুদ্ধে একযোগে নিশানা করলেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, কেন্দ্রের সরকার একেবারে শিরদাঁড়াহীন একটি সরকার। বাংলার উপর অন্যায় ভাবে প্রতিবার প্লাবনের সৃষ্টি করে। এবারও করছে। বাংলার জনগণকে বারবার বঞ্চিত করছে এই সরকার। বাংলায় বিজেপির দু’জন এমপি ও দু’জন মন্ত্রী আছেন, তাঁরা একেবারেই বাংলা বিরোধী।
আরও পড়ুন-সমাপ্তিতে পতাকা থাকবে মনুর হাতে
এদিন কোন্নগরে প্রবাদপ্রতিম সঙ্গীতশিল্পী কিশোর কুমারের জন্মদিনে তাঁর আবক্ষ মূর্তি উন্মোচন করেন শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। কিশোর কুমারের ৯৫তম জন্মদিনে কোন্নগর সূর্য সেন স্ট্রিট এলাকায় রবিবার সকালে সেই মর্মে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। উদযাপন করা হয় কিশোর কুমারের জন্মজয়ন্তী। আর সেখানেই ডিভিসির জল ছাড়া নিয়ে বিস্ফোরক মন্তব্য করেন শ্রীরামপুরের তৃণমূল সাংসদ। তিনি জানান, জীবনে অনেক মূর্তি উন্মোচন করেছেন, উন্মোচন অনুষ্ঠানে গিয়েছেন। তবে কিশোর কুমারের মূর্তি উন্মোচন করে তিনি নিজেকে গর্বিত বলে মনে করছেন। কারণ তিনি নিজেও কিশোর কুমারের পরম ভক্ত।