বঙ্গ

ভোটের পর আর স্থানীয় মানুষের পাশে থাকে না বিজেপি : অভিষেক

প্রধানমন্ত্রী আবাস যোজনা নিয়ে তৃণমূল কংগ্রেসকে দোষ দিয়েই চলেছে পদ্মশিবির। কিন্তু তাদেরই সর্ষের মধ্যে ভূত! শনিবার, মাথাভাঙার সভা থেকে ঘোকসাডাঙার বিজেপির (BJP) পঞ্চায়েত প্রধান দীপ্তি বর্মণের (Dipti Barman) দুর্নীতি প্রকাশ্যে আনলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)।

আরও পড়ুন-‘এই হত্যাকাণ্ডের নেপথ্য়ে কে? শেষ দেখে ছাড়ব’ বিএসএফের গুলিতে রাজবংশী যুবকের মৃত্যু নিয়ে পরিবারকে আশ্বাস অভিষেক বন্দোপাধ্যায়ের

ঘোকসাডাঙার পঞ্চায়েত প্রধান দীপ্তি বর্মণ স্বামীর নামে জব কার্ড, শ্বশুরের নামে আবাস যোজনায় বাড়ির আবেদন করেন। তথ্য-সহ সেই দুর্নীতি প্রকাশ করে অভিষেক। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক জানান, ”২০১৮ সালে ১২৭ টি পঞ্চায়েত তৃণমূল জিতেছিল। ১ টি জিতেছিল বিজেপি। সেই পঞ্চায়েত ঘোকসাডাঙা। সেই পঞ্চায়েতের বিজেপির প্রধান দীপ্তি দেবী স্বামীর নামে জব কার্ড তৈরি করেছে। স্বামীর নাম রতন বর্মণ। স্বামীর কাকা অর্থাৎ দীপ্তি দেবীর শ্বশুর বিজনকুমার বর্মণ বাংলা আবাস যোজনার জন্য আবেদন করেছেন। আমি মিথ্যা কথা বলছি না। অর্থাৎ একই পরিবারের তিনজনের নামে ঘর। উনি একটা পঞ্চায়েতে জিতেই তিনটে জমি কিনেছে। একটা পঞ্চায়েত জিতেই এই অবস্থা। অথচ কেশপুরে স্বামী-স্ত্রী তৃণমূল করে বলে বাড়ি পর্যন্ত নেয়নি।” নামের পাশাপাশি, তাঁদের প্রোফাইল নম্বরও জানিয়ে দেন অভিষেক।

আরও পড়ুন-মানুষের পাশে হুগলির পোলবা থানা, এলাকায় এবার দুয়ারে পুলিশ

উত্তরবঙ্গে বিজেপির পরিস্থিতি নিয়েও এদিন কটাক্ষ করেন অভিষেক। বলেন, কোচবিহারের মানুষ এখান থেকে সাংসদ পাঠিয়েছেন। তিনি কেন্দ্রের মন্ত্রী। কিন্তু সংসদে দাঁড়িয়ে কোচবিহারের সমস্যর কথা তিনি বলেন না। এরপরে বিজেপির বিরুদ্ধে তোপ দেগে অভিষেক বলেন, ভোটের পর আর স্থানীয় মানুষের পাশে থাকে না বিজেপি। দলীয় পঞ্চায়েতে প্রধানের দুর্নীতি প্রকাশ হয়ে যাওয়ায় স্বভাবকই অস্বস্তিতে গেরুয়া শিবির।

Jago Bangla

Recent Posts

স্মৃতিদের পাঁচে পাঁচ

বরোদা, ১৯ জানুয়ারি : ডব্লুপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর স্বপ্নের দৌড় অব্যাহত। সোমবার গুজরাট জায়ান্টসকে ৬১…

32 seconds ago

দিনের কবিতা

‘জাগোবাংলা’য় (Jago Bangla) শুরু হয়েছে নতুন সিরিজ— ‘দিনের কবিতা’ (poem of the day)। মমতা বন্দ্যোপাধ্যায়ের…

9 minutes ago

মঙ্গলবার ডায়মন্ড হারবারে সেবাশ্রয়-২ পরিদর্শনে অভিষেক বন্দ্যোপাধ্যায়

মানুষের ছোট ছোট অসুবিধাগুলিকে দূর করে তাদের জীবন সহজ করা। সেবার মধ্যে দিয়ে কঠিন বাধা…

34 minutes ago

সত্যিই আসন্ন মোদির বিদায়বেলা? বয়স নিয়ে খোঁচা গড়করির

নাগপুর : এবারে কি সত্যিই ঘনিয়ে এল মোদির বিদায়বেলা? দলের অন্দর থেকেই সুস্পষ্ট বার্তা, অনেক…

10 hours ago

জঙ্গিদের সঙ্গে গুলির লড়াই, কিশতওয়ারে শহিদ জওয়ান

শ্রীনগর : সেনাবাহিনীর (Indian Army) সঙ্গে কিশতওয়ারের জঙ্গলে লুকিয়ে থাকা জঙ্গিদের গুলির লড়াই শুরু হয়েছিল…

10 hours ago

ট্রাম্পের শুল্কতোপের মুখেও অনড় ইউরোপের ঐক্য, পাল্টা পরিকল্পনা

ওয়াশিংটন: ইউরোপের দেশগুলির উপর শুল্কের ভার চাপিয়ে গ্রিনল্যান্ড (Greenland_America) দখল করার কৌশল নিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট…

10 hours ago