প্রতিবেদন : বাংলা একশো দিনের কাজে প্রথম। গ্রামীণ রাস্তা, বাংলার বাড়িতেও প্রথম। তাই বাংলার সঙ্গে এত হিংসা বিজেপির। বাংলাকে বঞ্চিত করে রেখেছে। ওরা বাংলাকে ভালবাসে না। তাই এবার বিজেপিকে বদলে দিন। শুক্রবার ঘাটালের দাসপুরে দলীয় প্রার্থী দেবের সমর্থনে নির্বাচনী জনসভা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) বলেন, বিজেপিকে আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না। মোদি এলে ভোট বন্ধ করে দেবে।
মোদি যাক, দেশ থাক : তৃণমূলনেত্রী (Mamata Banerjee) এদিন প্রচারসভা থেকে বলেন, মোদিকে ক্ষমতায় আনা আর যাবে না। মোদিবাবু এলে ক্যা করে দেবে, এনআরসি করে দেবে, ইউনিফর্ম সিভিল কোড করে দেবে। কারও কোনও অধিকার থাকবে না। উনি একা রাজত্ব করবেন। দেশে কোনও নির্বাচন হবে না। এটাই শেষ নির্বাচন দেশে। মোদি একা বেঁচে থাকবেন। তাই আমরা বলছি মোদি যাক, দেশ থাক।
আরও পড়ুন- তৃণমূলের প্রবল চাপে শেষ পর্যন্ত অভিজিৎকে শোকজ কমিশনের
দয়া করে ভোটটা দিন : মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ২৮ লক্ষ পরিয়ায়ী শ্রমিকের তালিকা তৈরি। পরিযায়ী শ্রমিকরা পৃথক স্বাস্থসাথী কার্ড পাবেন। এবার অনেক পরিযায়ী শ্রমিককে ভোট দিতে দেয়নি, আটকে দিয়েছে। সবাই বাংলায় ফিরে আসুন। আপনারা যেভাবে থাকেন, তার থেকে বাংলায় ভাল থাকবেন। শ্রমিকদের উদ্দেশে বলেন, দয়া করে ভোটটা দিন, একটা ডকুমেন্ট থাকলেই হবে। তা না হলে এনআরসি করে সবাইকে বাতিল করে দেবে।
মা-বোনেরাই আটকে দেবে : মুখ্যমন্ত্রী বলেন, লক্ষ্মীর ভাণ্ডার সারাজীবন পাবেন। বিজেপির একজন নেতা লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করে দেবে বলেছিল। আমি বলছি, তোমার তো ক্ষমতা কম নয়! লক্ষ্মীর ভাণ্ডারে হাত দিতে গেলে মা-বোনেরাই আটকে দেবে। মনে রাখবেন, আমি কথা দিলে হান্ড্রেড পার্সেন্ট কথা রাখি।
ঘাটাল মাস্টারপ্ল্যান : তিনি আরও জানান, ঘাটাল মাস্টারপ্ল্যান তিন-চার বছরের মধ্যে কমপ্লিট হয়ে যাবে। একটু অপেক্ষা করতে হবে। সার্ভে শুরু করা হয়েছে। কপালেশ্বরী-কেলেঘাই হয়ে গিয়েছে। প্রতিদিন কপালেশ্বরী-কেলেঘাই করে করে চিৎকার করতেন মানসদা।