প্রতিবেদন : নিচুতলায় কর্মী নেই, বেশিরভাগ বুথ কমিটির অস্তিত্বও নেই, নেতাদের ঝগড়াঝাঁটি লেগেই আছে, গোষ্ঠীদ্বন্দ্ব তুঙ্গে, দলের অন্দরে আদি-নব্যের লড়াই। বঙ্গ বিজেপির এখন এই হল হাঁড়ির হাল। এই ব্যর্থতা ঢাকতে আসন্ন পঞ্চায়েত ভোট বৈতরণী পার হতে কেন্দ্রীয় বাহিনীর জন্য আবদার জুড়ে দিলেন বঙ্গ বিজেপি নেতারা।
আরও পড়ুন-বাম-বিজেপির উসকানিতে তাণ্ডব চালাল আইএসএফ
শনিবার দুর্গাপুরের এক পাঁচতারা হোটেলে শেষ হল বঙ্গ বিজেপির দু’দিনের প্রদেশ কার্যকারিণী কমিটির বৈঠক। ওই বৈঠকে এই দাবি জানিয়ে লিখিত প্রস্তাব পেশ করা হয়েছে। রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ও বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এই দাবি নিয়ে কেন্দ্রের কাছে দরবার করবেন। মোদ্দা কথা, এই নড়বড়ে সংগঠন দিয়ে যে পঞ্চায়েত ভোটে কিছু হবে না তা হাড়েহাড়ে টের পাচ্ছে গেরুয়া শিবির। তাই মানসম্মান বাঁচাতে এখন ‘খড়কুটো’-র মতো কেন্দ্রীয় বাহিনীকেই আঁকড়ে ধরতে চান নেতারা। এর পাশাপাশি মানুষকে ভুল বোঝাতে ফের সিএএ নিয়ে প্রচারে নামারও কৌশল নিয়েছে গেরুয়া শিবির। এরই মধ্যে বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদক ও রাজ্যের অন্যতম পর্যবেক্ষক সুনীল বনশল ফের বঙ্গের নেতাদের কড়া বার্তা দিয়েছেন। বনশলের সাফ কথা, নেতাদের মধ্যে ঝগড়াঝাঁটি অবিলম্বে থামাতে হবে। তবে বনশলের কড়া বার্তায় কাজ কতটা হবে সেই প্রশ্নও উঠছে দলের অন্দরেই।