প্রতিবেদন : আর এক সপ্তাহ পরেই মণিপুরে বিধানসভা নির্বাচন। তার আগেই সংঘর্ষে জড়াল রাজ্যের তদারকি সরকারের দুই শরিক বিজেপি (bjp) এবং ন্যাশনাল পিপলস পার্টি বা এনপিপি। দুই শরিক দলের এই সংঘর্ষে এনপিপি প্রার্থী সঞ্জয় সিংয়ের বাবা গুলিবিদ্ধ হয়েছেন। এই ঘটনায় এনপিপির পক্ষ থেকে বিজেপির বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে। অন্যদিকে গুলি চালানোর ঘটনায় বিজেপির জড়িত থাকার কথা উড়িয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী এন বীরেন সিং। রবিবার মুখ্যমন্ত্রী বলেছেন, সব প্রার্থীকেই উপযুক্ত নিরাপত্তা দেওয়া হয়েছে। কিন্তু তাঁরা সেই নিরাপত্তার অপব্যবহার করছেন।
আরও পড়ুন – প্রথম দু’দফায় সেঞ্চুরি হাঁকিয়েছি, দাবি অখিলেশের
জানা গিয়েছে, পূর্ব ইম্ফল জেলার আন্দ্রো বিধানসভা এলাকায় গত দু’দিন ধরে বিজেপি ও এনপিপি সমর্থকদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ চলছে। সেই সংঘর্ষে কমপক্ষে ১০ জন জখম হয়েছেন। ক্ষতিগ্রস্ত হয়েছে ৮টি বাড়ি এবং ৬টি গাড়ি। উভয়পক্ষের এই সংঘর্ষের মাঝে পড়ে এনপিপি প্রার্থী সঞ্জয়ের বাবা এল শ্যামজাই গুলিবিদ্ধ হয়েছেন। গুলিবিদ্ধ হয়েছেন প্রাক্তন বিধায়ক ও বিজেপি (bjp) প্রার্থী টি শ্যাম কুমারের গাড়ির চালকও। সংঘর্ষের মাঝে পড়ে জখম হয়েছেন বিজেপির আন্দ্রো মণ্ডলের ভারপ্রাপ্ত সভাপতিও।
এই সংঘর্ষকে ঘিরে বিজেপি-এনপিপির মধ্যে কাজিয়া জমে উঠেছে। এনপিপি এই সংঘর্ষের দায় বিজেপির ঘাড়ে চাপিয়েছে। অন্যদিকে বিজেপি অভিযোগ উড়িয়ে দিয়েছে। এনপিপির অভিযোগ, তাদের দলীয় প্রার্থীকে লক্ষ্য করে তাঁর বাড়ির সামনেই গুলি চালানো হয়। সেই গুলিতেই জখম হয়েছেন প্রার্থীর বাবা। দলের জাতীয় সভাপতি তথা মেঘালয়ের মুখ্যমন্ত্রী কনরাড সাংমা এই ঘটনায় মুখ্য নির্বাচন আধিকারিকের কাছে অভিযোগ জানিয়েছেন। রাজ্যের ১০টি বিধানসভা কেন্দ্র থেকে বিজেপি ও এনপিপির মধ্যে হিংসা, অশান্তির খবর মিলেছে। ভোট যত এগিয়ে আসছে ততই দু’দলের মধ্যে সংঘর্ষ বাড়ছে বলে অভিযোগ। রাজ্যের উত্তেজনাপূর্ণ পরিস্থিতির কথা মাথায় রেখে নির্বাচন কমিশন আরও ৩০০ কোম্পানি সেনা মোতায়েনের কথা ঘোষণা করেছে।