দিল্লির মাছের বাজার বন্ধ করার খেলা, তৃণমূলের প্রতিরোধে ব্যাকফুটে বিজেপি

Must read

প্রতিবেদন: তৃণমূলের প্রতিরোধে ব্যাকফুটে বিজেপি। দিল্লির চিত্তরঞ্জন পার্কে মাছের বাজার (Delhi Fish Market) তুলে দিতে গেরুয়া ফতোয়া কার্যত মুখ থুবড়ে পড়ল। বন্ধ গেরুয়া ধ্বজাধারিদের গুণ্ডামি, চোখরাঙানি। ভেস্তে যেতে বসেছে বিজেপির খেলা। বেগতিক দেখে ড্যামেজ কন্ট্রোলে নেমে পড়েছে গেরুয়া শিবির। আসলে দিল্লির চিত্তরঞ্জন পার্কের মাছের বাজার তুলে দেওয়ার জন্য সনাতনী হুমকির ভিডিও সামনে আসার পরেই প্রবল চাপে পড়ে গিয়েছে দিল্লি বিজেপি নেতৃত্ব৷ পথ খুঁজছে পালানোর। দশকের পর দশক ধরে চলা দিল্লির ‘মিনি কলকাতা’ চিত্তরঞ্জন পার্কের মাছের বাজার তুলে দেওয়ার অপচেষ্টাকে তাঁরা যে কোনওমতেই সমর্থন করবেন না, সর্বশক্তি দিয়ে রুখে দাঁড়ানো হবে এই প্রচেষ্টার বিরুদ্ধে রাজধানী দিল্লির বাঙালি অধিবাসী সহ অন্যদের এই অভিমত বুঝেই চাপে পড়েছে গেরুয়া শিবির৷ যেভাবে মাছের বাজার (Delhi Fish Market) বন্ধ করে দেওয়ার ভিডিওটি গোটা দেশে ছড়িয়ে পড়েছে, তা বিজেপির ভাবমূর্তির পক্ষে ভাল নয় বুঝতে পেরেই রাতারাতি ক্ষতে মলম লাগাতে শুরু করেছেন বিজেপি নেতারা৷ ইতিমধ্যেই চিত্তরঞ্জন পার্কের মাছ ব্যাবসায়ীদের কাছে বার্তা পাঠানো হয়েছে বিজেপির তরফে৷ গোটা বিতর্কে বিজেপির মানসিকতার তীব্র নিন্দা করার পাশাপাশি তৃণমূল কংগ্রেস সক্রিয়ভাবে দাঁড়িয়েছে দিল্লির মাছ ব্যবসায়ী এবং মাছ প্রিয় বাঙালি সমাজের পাশেই৷ এই প্রসঙ্গেই তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার নেতা ডেরেক ও ব্রায়ান বলেন, প্রায় বছর খানেক আগেই তৃণমূল কংগ্রেসের তরফে সোশাল মিডিয়ায় প্রচার করা হয়েছিল মা-মাটি-মানুষ-মাছ সংস্কৃতির৷ এই বিষয় নিয়ে দলের ফেসবুক পোস্টও আছে৷ এর পরে তৃণমূল সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায় সংসদে মা-মাটি-মানুষ- মাছ সম্পর্কে বক্তব্য রাখেন এবং দাবি করেন যে যাঁরা এর বিরুদ্ধাচারণ করছেন, তাঁরা কবিগুরু রবীন্দ্রনাথকেই বোঝেন না৷ তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রও দুদিন আগে মা-মাটি-মানুষ-মাছ এর তাৎপর্য তুলে ধরেছেন প্রচার করেছেন একটি ভিডিও পোস্টের মাধ্যমে৷

আরও পড়ুন- কসবার ঘটনার নেপথ্যে ছিল রাম-বামেরা, প্রমাণ ছবিতেই

Latest article