বানভাসি বাংলায় ত্রাণ চুরি বিজেপির পঞ্চায়েত সদস্যের

Must read

প্রতিবেদন : লুটেরা বিজেপি। এবার তা ফের প্রমাণ হল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাঠানো বন্যার্তদের ত্রাণ চুরি করার অভিযোগ উঠল বিজেপি নেতাদের বিরুদ্ধে। ন্যক্কারজনক এই ঘটনা হুগলির খানাকুলের। বিজেপির পঞ্চায়েত সদস্য-সহ ৩ দলীয় কর্মীর বিরুদ্ধে অভিযোগের তির। খানাকুলের ২ নং ব্লকের ধান্যঘোড়ি পঞ্চায়েত প্রধানের অভিযোগ, পঞ্চায়েত অফিসে সরকারি ত্রাণ রাখা ছিল। পঞ্চায়েত সদস্য তথা বিজেপি নেতা নির্মল মান্না ও তার অনুগামীরা তালা ভেঙে সেই ত্রাণ লুঠ করে। খানাকুল থানায় দায়ের হয়েছে লিখিত অভিযোগ। ইতিমধ্যেই ইংরেজি মাধ্যমের একটি সংবাদপত্রে এই খবর প্রকাশ হয়েছে। ওই খবরেরই অংশ তুলে পোস্ট করা হয় তৃণমূল কংগ্রেসের সোশ্যাল সাইটেও। বিজেপির এই লুটের বিরুদ্ধে একগুচ্ছ ক্ষোভ উগরে দিয়ে সেখানে লেখা হয়েছে, বিজেপি গরিবের বন্ধু কোনওদিনই ছিল না। তাই বলে বন্যার্তদের জন্য রাখা ত্রাণ চুরি! একদিকে বিজেপি-শাসিত কেন্দ্রীয় সরকার বঞ্চিত করে রেখেছে বাংলাকে। আর এদিকে খানাকুলে পঞ্চায়েত অফিসের তালা ভেঙে মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাঠানো ত্রাণ চুরি করছে বিজেপির নেতারা। বিজেপি আসলে ডাকাতদের দল। বন্যায় ভিটেমাটি হারানো মানুষের হকের ত্রাণ লুট করতেও হাত কাঁপে না এদের! এই ঘটনা প্রকাশ্যে আসতেই বিজেপির বিরুদ্ধে উঠেছে নিন্দার ঝড়। রাজ্য নেতারা এই বিষয়ে মুখে কুলুপ এঁটেছেন।

আরও পড়ুন- এবার ময়নাগুড়িতে বেলাইন মালগাড়ি, রেলের অব্যবস্থা নিয়ে তোপ মুখ্যমন্ত্রীর

Latest article