বঙ্গ

১১ গোর্খা জনজাতি তফশিলিতে আসবে, দার্জিলিংয়ের ১৫ বছরের রিপোর্ট কার্ড দিক বিজেপি

প্রতিবেদন : গত ১৫ বছর দার্জিলিং লোকসভা কেন্দ্রে বিজেপির সাংসদ রয়েছে। আপনারা ভোট দিয়ে তাদের সংসদ বানিয়েছেন। কাজের সুযোগ করে দিয়েছেন। কিন্তু কী করেছে ওরা! এবার তৃণমূলকে সুযোগ দিন। দু’বছর পর আবার বিধানসভার নির্বাচন। আগামী দু’বছরের মধ্যে আপনাদের চাহিদা, আশা-আকাঙ্ক্ষা পূরণ করতে না পারলে ২০২৬-এ তৃণমূলের বিপক্ষে ভোট দিয়ে প্রতিশোধ নেবেন। পাঁচ বছর চাই না। দুটো বছর দিন। এদিন বিজেপিকে চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে বলেন, এখনও দু’দিন সময় আছে, বিজেপির কোনও সর্বভারতীয় নেতার ক্ষমতা থাকলে গত ১০ বছরের দার্জিলিংয়ের রিপোর্ট কার্ড নিয়ে মানুষের সামনে এসে দাঁড়ান। ধর্মের নামে নয়, কর্মের নামে প্রতিযোগিতা হবে। তথ্য পরিসংখ্যান দিয়ে কথা হবে। একদিকে আমি থাকব অন্যদিকে আপনিও থাকবেন। বিজেপি কী করেছে আর আমাদের মা-মাটি-মানুষের সরকার ফাঁসিদেওয়া, নকশালবাড়ি, চা-বাগান শ্রমিক, মাটিগাড়া, পাহাড়ের জন্য কী করেছে ও বিজেপি কী করেছে পরিষ্কার হয়ে যাবে। ভোকাট্টা করে মাঠের বাইরে করে দেব। মঙ্গলবার দার্জিলিং কেন্দ্রের তৃণমূল প্রার্থী গোপাল লামার সমর্থনে গোঁসাইপুরের জনসভায় দাঁড়িয়ে বললেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। তিনি বলেন, গোপাল লামা দীর্ঘদিন সরকারি আধিকারিক ছিলেন। এই জেলার ভূমিপুত্র। মাটির সঙ্গে মিশে মানুষের সঙ্গে কাজ করেছেন। মানুষকে পরিষেবা দিয়েছেন। কিন্তু বিজেপির প্রার্থীকে কোনওদিন বিপদে-আপদে আপনারা পাননি। তার বাড়ি দিল্লিতে, সেখানে দিল্লির নেতাদের ক্রীতদাসত্ব তল্পিবাহকতা করে আপনাদের বাড়ির টাকা, ১০০ দিনের টাকা রাজু বিস্তারা বন্ধ করেছে।

আরও পড়ুন-জেলায় জেলায় চাকরি বিক্রি করেছে গদ্দার, ভোটের জন্যই কেষ্টকে জেলে পাঠানো হয়েছে

তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক (Abhishek Banerjee) বলেন, আগামী ৪ জুন নির্বাচনের ফল বেরোনোর পর দেশে গণতান্ত্রিক মানুষের স্বার্থে কাজ করা ধর্মনিরপেক্ষ প্রগতিশীল একটি সরকার তৈরি হবে। তারপর এই ১১টি গোর্খা জনজাতিকে তফসিলি তালিকাভুক্ত করব। এই গ্যারান্টি আমি দিয়ে যাচ্ছি, আমরা কথা দিয়ে কথা রাখি। মিথ্যে প্রতিশ্রুতি দিই না। অভিষেক বলেন, গরমে খুব কষ্ট হচ্ছে আপনাদের জানি। আমরা চেয়েছিলাম নির্বাচন যাতে তাড়াতাড়ি শেষ হয়। এক বা দু’দফায় নির্বাচন হলে এই প্রচণ্ড দাবদাহে মানুষকে এতো কষ্ট পেতে হত না। এই বাংলা বিরোধীরা, দার্জিলিং বিরোধীরা মানুষকে মৃত্যর মুখে ঠেলে দিয়ে এর আগে ৮ দফা নির্বাচন করেছিল। এবার ৭ দফায় করছে। অন্য রাজ্যে তো এত দফায় হচ্ছে না! এদিনও কোচবিহারের বিজেপি নেত্রীর লক্ষ্মীর ভাণ্ডার বন্ধের হুমকির অডিও শোনান সভায়। বলেন, যারা লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করতে চান তাদের ভোট দেবেন!

Jago Bangla

Recent Posts

‘অনুমোদন’ পোর্টালের জাতীয় স্বীকৃতি, ডিজিটাল পরিকাঠামোয় পুরস্কৃত রাজ্য সরকার

রাজ্য সরকারের ডিজিটাল পরিষেবা উদ্যোগ আরও একবার জাতীয় স্বীকৃতি পেল। পশ্চিমবঙ্গ সরকারের ‘অনুমোদন’ (Anumodan) নামে…

12 minutes ago

রাজ্যের কৃষি গবেষণায় বড় সাফল্য, উচ্ছ্বসিত মুখ্যমন্ত্রী

রাজ্যের কৃষি গবেষণায় বড় সাফল্যের কথা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। মঙ্গলবার নিজের…

2 hours ago

আরও একধাপ এগোলেন! ভ্যান্স-রুবিওকে সঙ্গে নিয়ে গ্রিনল্যান্ড দখল ট্রাম্পের

গ্রিনল্যান্ড (Greenland_Donald Trump) দখলে মরিয়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার একধাপ এগিয়ে মঙ্গলবার ট্রাম্প তাঁর…

4 hours ago

নিজের কেবিনে একাধিক মহিলার সঙ্গে অশ্লীল আচরণ, সাসপেন্ড পুলিশকর্তা

এক নয়, একাধিক! নিজের দফতরে মহিলাদের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ানোর শাস্তি পেলেন সেই পুলিশ আধিকারিক। কর্নাটক…

7 hours ago

রাজ্যে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা

প্রতিদিন ১ ডিগ্রি করে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা। কলকাতা (Kolkata) থেকে আগামী কয়েকদিনে প্রবল শীতের কনকনানি…

8 hours ago

সর্বকনিষ্ঠ সভাপতি, নেপথ্যে কোন অঙ্ক?

নয়াদিল্লি : অভূতপূর্ব ঘটনা বিজেপিতে (BJP)। মাত্র ৪৫ বছর বয়সেই বিজেপি সভাপতি পদে বসলেন নীতিন…

8 hours ago