সংবাদদাতা, হাওড়া : আন্দোলনের নামে তাণ্ডব বিজেপির। দিনের ব্যস্ত সময়ে বিক্ষোভ প্রদর্শনের মাধ্যমে পুলিশের ওপর হামলা চালিয়ে অরাজক পরিস্থিতির সৃষ্টি করলো বিজেপির কর্মীরা। হাওড়া শহরে ডেঙ্গির প্রকোপ যখন ক্রমশ কমছে তখন সেই ইস্যুতে কর্পোরেশন ঘেরাও করতে এসে কার্যত তাণ্ডব চালাল উন্মত্ত বিজেপির কর্মীরা। মঙ্গলাহাটে আসা ক্রেতা-বিক্রেতারা বিজেপি কর্মীদের উন্মত্ত আচরণে ফিরে যেতে বাধ্য হন।
আরও পড়ুন-মিজোরামে পাথর খাদানে ধস নেমে মৃত নদিয়ার তিন যুবক, শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর
এমনকী স্বাস্থ্যকর্মীদেরও কাজে বিজেপির মিছিল থেকে বাধা দেওয়া হয় বলে অভিযোগ। হাওড়া কর্পোরেশনে বিভিন্ন কাজে আসা লোকজনরাও ফিরে যেতে বাধ্য হন। সপ্তাহের কাজের দিনে মানুষের হয়রানের দিকে বিন্দুমাত্র খেয়াল না রেখে পুরনিগমের অফিসের সামনে কার্যত তাণ্ডবলীলা চালাতে থাকে বিজেপির কর্মীরা। সেখানকার আশপাশের অনেকে আতঙ্কে দোকানপাট বন্ধ করে দিতে বাধ্য হন। এদিন দুপুরে ডেঙ্গি মোকাবিলায় হাওড়া কর্পোরেশনের ব্যর্থতার অভিযোগ তুলে বিজেপির কর্মীরা পুরনিগম ঘেরাও অভিযানের ডাক দেয়। সেই উদ্দেশ্যে মিছিল করে কর্পোরেশনের কাছে এলে পুলিশ ব্যারিকেড করে মিছিল আটকায়। তখনই ব্যারিকেড ভেঙে এগিয়ে যায়। পুলিশ বাধা দিতে গেলে মিছিল থেকে পুলিশকে লক্ষ্য করে এলোপাথাড়ি ইটবৃষ্টি শুরু হয়।
আরও পড়ুন-নিশ্চুপ বিশ্বভারতী, চিন্তিত বাঁচাও কমিটির ফের আর্জি পৌষমেলা বাঁচাতে
পুলিশের সঙ্গে ধস্তাধস্তি ও ধাক্কাধাক্কি হয়। পুলিশকে লক্ষ্য করে হামলা চালায় বিজেপির কর্মীরা। কিছু বিজেপি কর্মী রাস্তায় বসে পড়ে। আরও কিছু বিজেপি কর্মী পুরনিগমের কর্মচারীদের ঢুকতে বেরোতে বাধা দেয়। পুরনিগমের অফিস লক্ষ্য করেও ইটপাটকেল ছোঁড়া হয় বলে অভিযোগ। এর জেরে হাওড়া কর্পোরেশনের সামনে অগ্নিগর্ভ পরিস্থিতির সৃষ্টি হয়। বিজেপির হামলায় বেশ কয়েকজন পুলিশ কর্মী জখম হন। পরে বিশাল পুলিশবাহিনীর সঙ্গে র্যাফ ও কমব্যাট ফোর্স ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি সামাল দেয়।
আরও পড়ুন-শুভেন্দুর মন্তব্যে ক্ষমা চাইতে পারবেন মোদি- শাহ? বিজেপিকে তোপ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের
হাওড়ার মুখ্য পুরপ্রশাসক ডাঃ সুজয় চক্রবর্তী বলেন, ‘‘হাওড়ায় ডেঙ্গির প্রকোপ ক্রমশই কমছে। প্রতি সপ্তাহেই আক্রান্তের গ্রাফ নিম্নমুখী। তবুও দিনের ব্যস্ত সময়ে আন্দোলনের নামে পরিকল্পিতভাবে গোলমাল পাকাতেই বিজেপি এটা ঘটিয়েছে। গঠনমূলক বিরোধিতা না শহরে অরাজকতা ছড়াতেই বিজেপির এই কর্মসূচি। শহরের মানুষ জানেন ডেঙ্গি প্রতিরোধে হওড়া কর্পোরেশন সর্বতোভাব কাজ করছে। তার ফলেই হাওড়ায় ডেঙ্গি আক্রান্তের সংখ্যা ক্রমশ কমছে।’’