সাংসদ হতেই পাঠানকে নোটিশ পাঠাল বিজেপি

পুরসভা পাঠানকে জমিটি দিলেও রাজ্য সরকার তা খারিজ করে দেয়। অর্থাৎ রাজ্য এবং পুরসভার দ্বন্দ্ব। যদিও পাঠান জমিটি কেনেন।

Must read

প্রতিবেদন : তৃণমূলের সাংসদ হতেই প্রতিহিংসার রাজনীতি শুরু বিজেপির। যে বরোদায় পাঠান ভাইদের বেড়ে ওঠা সেখানেই জমি হলফ করার নোটিশ দিল বিজেপি সরকার। তাও ১২ বছর আগেকার মামলার। ৪ জুন ভোটে জেতার পরেই ৬ জুন এই নোটিশ পাঠানো হয়েছে।

আরও পড়ুন-দিনের কবিতা

বরোদার তানাদালজা এলাকায় একটি জমি কেনেন ইউসুফ। ওই জমি লাগোয়া আর একটি জমিও তিনি কেনার চেষ্টা করেন। পুরসভা পাঠানকে জমিটি দিলেও রাজ্য সরকার তা খারিজ করে দেয়। অর্থাৎ রাজ্য এবং পুরসভার দ্বন্দ্ব। যদিও পাঠান জমিটি কেনেন। এরপর অভিযোগ ওঠে, পাঠান নাকি জমিটি জোর করে দখল করে পাঁচিল দিয়েছেন। গোটাটাই যে বিজেপির প্রতিহিংসা তা ঘটনাতেই স্পষ্ট। প্রধানমন্ত্রীর রাজ্যে এটাই সহবত।

Latest article