নেতাজি টেররিস্ট! ক্ষমা চাক বিজেপি

Must read

প্রতিবেদন : নেতাজি সুভাষচন্দ্র বসু (netaji subhas chandra bose) নাকি বিশ্বের সবচেয়ে বড় ‘টেররিস্ট’! বিপ্লবী বিপিনচন্দ্র পাল, শহিদ ক্ষুদিরাম বসুও নাকি সন্ত্রাসবাদী! প্রকাশ্য জনসভায় দাঁড়িয়ে গলা উঁচু করে এই কথা বলছেন অসমের এক বিজেপি বিধায়ক। দেশের স্বাধীনতা সংগ্রামের সঙ্গে যে বিজেপির কোনও সম্পর্ক নেই, প্রতিপদে সেই কথা প্রমাণ করছে বাংলা-বিদ্বেষী বিজেপি। বাংলার স্বাধীনতা সংগ্রামীদের এই অপমানের তীব্র নিন্দা করেছে তৃণমূল কংগ্রেস। দলের স্পষ্ট বক্তব্য, অবিলম্বে অসমের ওই বিজেপি বিধায়ককে ক্ষমা চাইতে হবে!

আরও পড়ুন-এনআরসি নোটিশ, দীপঙ্করদের নিয়ে প্রতিবাদের ঝড় কোচবিহারে

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে অসমের বিজেপি বিধায়ক শিলাদিত্য দেবের একটি বক্তৃতা। যেখানে ভরা জনসভায় দাঁড়িয়ে সুভাষচন্দ্র বসু (netaji subhas chandra bose), বিপিনচন্দ্র পাল এবং ক্ষুদিরাম বসুর মতো বিপ্লবী-স্বাধীনতা সংগ্রামীদের প্রকাশ্যে ‘সন্ত্রাসবাদী’ বলে দেগে দিয়েছেন। সাংবাদিক বৈঠকে সেই ভিডিও দেখিয়ে তৃণমূল মুখপাত্র তথা দলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বলেন, এই ভিডিওর সত্যতা এখনও যাচাই করা যায়নি। যদিও এই ভিডিও যে মিথ্যা নয়, তার সাফাই দিয়ে অসম বিজেপির তরফে এখনও কোনওরকম স্টেটমেন্ট দেওয়া হয়নি। বিজেপির বিধায়ক প্রকাশ্যে সুভাষচন্দ্র বসু, ক্ষুদিরাম বসুকে সন্ত্রাসবাদী বলছেন! বিপ্লবী-স্বাধীনতা সংগ্রামীর সঙ্গে সন্ত্রাসবাদী কিংবা উগ্রপন্থী শব্দগুলোর প্রয়োগের ক্ষেত্রে যে তফাত, সেটাও রাখার প্রয়োজন বোধ করছে না! সেদিনের ব্রিটিশ, আজকের বিজেপি। বাংলা ও বাঙালি সম্পর্কে এই ভাষা, এই ধারণা? স্বাধীনতা সংগ্রামে বিজেপির কোনও ভূমিকা ছিল না। বাংলার ভূমিকা ছিল, বাঙালির ভূমিকা ছিল।

Latest article